তারেক রহমানের আহ্বান: মায়ের সুস্থতা ও কোকোর জন্য দোয়া

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: শনিবার ২৫শে জানুয়ারী ২০২৫ ১১:৪৯ পূর্বাহ্ন
তারেক রহমানের আহ্বান: মায়ের সুস্থতা ও কোকোর জন্য দোয়া

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে এসেছেন। তিনি সবাইকে তার মায়ের সুস্থতার জন্য দোয়া করার অনুরোধ জানান। সেই সঙ্গে তার প্রয়াত ছোট ভাই আরাফাত রহমান কোকোর জন্যও প্রাণখুলে দোয়া করার আহ্বান জানান। শুক্রবার পূর্ব লন্ডনের ব্রিকলেন মসজিদে কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।  


তারেক রহমান বলেন, গত ৫ আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে অনেক পরিবর্তন এসেছে এবং সামনে আরও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এই পরিবর্তনের ফলে সাধারণ মানুষের প্রত্যাশা বাড়ছে, যা পূরণ করতে সবার একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।  


তিনি আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যারা দেশ স্বাধীন করেছেন তাদের দোয়ায় স্মরণ করা আমাদের কর্তব্য। সেই সঙ্গে স্বাধীনতার পর বিভিন্ন সময়ে রাজনৈতিক সহিংসতায় নিহত বিএনপি ও বিরোধীদলের নেতাকর্মীদের জন্যও দোয়া করতে বলেন তিনি।  


তারেক রহমান উল্লেখ করেন, গত ১৫ বছরে স্বৈরাচারের শাসনে বিএনপির অসংখ্য নেতাকর্মী শহীদ ও গুম হয়েছেন। শুধুমাত্র রাজনৈতিক কর্মী নয়, এর বাইরেও বহু সাধারণ মানুষ নিপীড়নের শিকার হয়েছেন। তাদের জন্যও দোয়া করতে হবে।  


তিনি বলেন, গত জুলাই-আগস্টের আন্দোলনে প্রায় দুই হাজার মানুষ শহীদ হয়েছেন এবং ৩০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। আসুন আমরা তাদের সবার জন্য দোয়া করি এবং দেশের মানুষের প্রত্যাশিত সোনার বাংলাদেশ গড়তে প্রতিজ্ঞাবদ্ধ হই।  


এ সময় তারেক রহমান সবাইকে ঐক্যবদ্ধ থেকে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, শহীদদের আত্মত্যাগের মর্যাদা রাখতে আমাদের প্রত্যেককে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।  


অনুষ্ঠানে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। তারা সবাই কোকোর স্মরণে দোয়া করেন এবং তার পরিবারের প্রতি সহমর্মিতা জানান।  


দোয়া মাহফিলে উপস্থিত নেতাকর্মীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানের শেষে কোকোর আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।