আগামী দুই বছরে ১০০টি গ্যাস কূপ খননের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি- জামালপুর
প্রকাশিত: শুক্রবার ২৪শে জানুয়ারী ২০২৫ ০৫:১৫ অপরাহ্ন
আগামী দুই বছরে ১০০টি গ্যাস কূপ খননের উদ্যোগ

জ্বালানি ও খনিজ সম্পদ সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, দেশের গ্যাস সংকট মোকাবিলায় আগামী দুই বছরে ১০০টি নতুন গ্যাস কূপ খনন করা হবে। পাশাপাশি পুরোনো ৩১টি গ্যাস কূপ সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। শুক্রবার জামালপুরের মাদারগঞ্জের তারতাপাড়া গ্রামে জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন প্রকল্প উদ্বোধনের সময় তিনি এ তথ্য জানান।  


সচিব জানান, গ্যাস মজুদের স্থান স্বল্পতার কারণে বৃহৎ আকারে আমদানি করা সম্ভব হচ্ছে না। সরকার এই সমস্যা সমাধানে মজুদ স্থানের পরিমাণ বাড়ানোর জন্য কাজ করছে। তবে তিনি স্পষ্ট করেছেন, আগামী ৫ থেকে ১০ বছরে নতুন আবাসিক সংযোগ দেওয়া সম্ভব হবে না। যারা আবাসিক সংযোগের জন্য অর্থ জমা দিয়েছেন, তারা সেই অর্থ ফেরত নিতে পারবেন বলে জানান তিনি।  


জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন প্রকল্পটি ১৬৮ কোটি টাকার ব্যয়ে বাস্তবায়িত হচ্ছে। এখানে প্রায় ৩০০০ মিটার গভীর খননের মাধ্যমে ৪০০ বিসিএফ গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ গ্যাসের বাজার মূল্য হবে প্রায় ১৬ হাজার ৭০০ কোটি টাকা। প্রকল্প বাস্তবায়িত হলে জাতীয় গ্রিডে প্রতিদিন যুক্ত হবে ১০ এমএমএসসিএফ গ্যাস।  


অনুষ্ঠানে বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শোয়েব, পেট্রোবাংলার চেয়ারম্যান মোঃ রেজানুর রহমান, জেলা ও উপজেলা প্রশাসনসহ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা জানান, প্রকল্পটি সফল হলে দেশের জ্বালানি চাহিদা মেটাতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।  


সরকারি তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন অঞ্চলে সম্ভাব্য গ্যাস ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে। সেখানে পর্যায়ক্রমে অনুসন্ধান কাজ শুরু হবে। জ্বালানি খাতে এই উদ্যোগ দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।  


সচিব আরও বলেন, গ্যাসের ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য শক্তির উৎস বাড়ানোর লক্ষ্যে সরকার কাজ করছে। জ্বালানি ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে এবং শিল্পকারখানায় জ্বালানি দক্ষতা বৃদ্ধিতে পদক্ষেপ নিতে হবে।  


জামালপুরের প্রকল্পটি বাস্তবায়িত হলে স্থানীয়ভাবে কর্মসংস্থান বাড়বে এবং এলাকার অর্থনৈতিক অবস্থা উন্নত হবে। সরকারের এ ধরনের প্রকল্প ভবিষ্যতে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা।  


সামগ্রিকভাবে, সরকার দেশে জ্বালানি সংকট নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে। নতুন গ্যাস কূপ খনন ও বিদ্যমান কূপ সংস্কার সেই পরিকল্পনার অংশ।