হিলি বন্দরে কাস্টমস দিবস পালিত, ব্যবসায়ীদের সাথে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: রবিবার ২৬শে জানুয়ারী ২০২৫ ০৫:১৭ অপরাহ্ন
হিলি বন্দরে কাস্টমস দিবস পালিত, ব্যবসায়ীদের সাথে মতবিনিময়

হিলি স্থলবন্দরে "কাস্টমস সেবায় প্রতিশ্রুতি, দক্ষতা, নিরাপত্তা, প্রগতি" প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক কাস্টমস দিবস উদযাপন করা হয়েছে। দিনাজপুরের হিলি স্থলবন্দরে রোববার কাস্টমস কর্তৃপক্ষ ও ব্যবসায়ীদের উপস্থিতিতে দিনটি পালিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন আয়োজনের পাশাপাশি কাস্টমস সেবার উন্নয়ন এবং ব্যবসায়ীদের সাথে মতবিনিময়ের মাধ্যমে নতুন পরিকল্পনা প্রণয়ন করা হয়। 


হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের সম্মেলন কক্ষে কাস্টমস দিবস উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হিলি স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার নার্গিস আক্তার। রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার শাহেদ আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 


সভায় হিলি স্থলবন্দরের ব্যবসায়ীদের পক্ষ থেকে বক্তব্য দেন আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাহিলি সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম, এবং আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন। 


অনুষ্ঠানের শুরুতে ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন হিলি কাস্টমস কর্তৃপক্ষ। এর মাধ্যমে কাস্টমস দিবসের পারস্পরিক সৌহার্দ্যের বার্তা তুলে ধরা হয়। 


সভায় বক্তারা কাস্টমস সেবার উন্নয়ন, নিরাপত্তা এবং ব্যবসায়ীদের সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তারা বলেন, কাস্টমস সেবাকে আধুনিকায়ন করতে প্রযুক্তির ব্যবহারে জোর দেওয়া হচ্ছে। এতে বন্দর কার্যক্রম আরও দ্রুত ও নিরাপদ হবে। 


কাস্টমস দিবসের অংশ হিসেবে হিলি স্থলবন্দরে বিভিন্ন প্রামাণ্য চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়। এতে কাস্টমস সেবার গুরুত্ব ও প্রগতি তুলে ধরা হয়। 


অনুষ্ঠানের শেষ পর্যায়ে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার সমাধানে কাস্টমস কর্তৃপক্ষ তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করে। তারা জানান, কাস্টমস সেবা আরও দক্ষ ও সহজতর করতে নিয়মিত পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। 


হিলি স্থলবন্দরের এই আয়োজন কাস্টমস সেবা এবং ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সহযোগিতার নতুন দ্বার উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।