আগৈলঝাড়ায় ৫ম শ্রেণীর ছাত্র নিখোঁজ, উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: সোমবার ২০শে জানুয়ারী ২০২৫ ০৬:৫৩ অপরাহ্ন
আগৈলঝাড়ায় ৫ম শ্রেণীর ছাত্র নিখোঁজ, উদ্বেগ

বরিশালের আগৈলঝাড়ায় ৫ম শ্রেণীর মেধাবী ছাত্র তাজিম আহম্মেদ (আবু বক্কর) নিখোঁজ হওয়ার পাঁচ দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে।


তাজিম উপজেলার পয়সাহাট এলাকার ব্যবসায়ী ফায়েকউজ্জামান ঘরামীর ছেলে এবং সরকারি পয়সা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। গত ১৬ জানুয়ারি সকালে স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় তাজিম। কিন্তু বিকেলে বাড়ি না ফেরায় তার পরিবার সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি শুরু করে।


তাজিমের সন্ধান না পেয়ে তার পিতা ফায়েকউজ্জামান এলাকায় মাইকিং করেন এবং স্কুলের শিক্ষক উত্তম কুমার বাড়ৈ ও বন্ধু মো. জহিরুল হককে নিয়ে তল্লাশি চালান। পশ্চিম বাগধা গ্রামে তাজিমের নানা দেলোয়ার মিয়ার বাড়িতেও গিয়ে তাকে পাওয়া যায়নি।


পরিস্থিতির উন্নতি না হওয়ায় ওই রাতেই আগৈলঝাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং পরিবারের সদস্য, বিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে।


তাজিমের স্কুলের সহকারী শিক্ষক উত্তম কুমার বাড়ৈ জানান, “১৬ জানুয়ারি ক্লাস শুরুর আগে বিদ্যালয়ের মাঠে তাকে দেখা গেছে। কিন্তু সে ক্লাসে অংশ নেয়নি, এবং তার উপস্থিতির খাতায় নাম নেই।”


তাজিমের মা মীম বেগম বলেন, “সকালে নাস্তা খেয়ে স্কুল ব্যাগ নিয়ে স্কুলে যায় তাজিম। কিন্তু বিকেলে বাড়ি ফিরে না আসায় আমি তার বাবাকে বিষয়টি জানাই। তখন থেকেই খোঁজাখুঁজি শুরু করি।”


আগৈলঝাড়া থানার এসআই আল মামুন বলেন, “আমি সরেজমিনে গিয়ে তাজিমের পরিবার, বিদ্যালয়ের শিক্ষক এবং অন্যান্য সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। তার সন্ধানে চেষ্টা অব্যাহত রয়েছে।”


নিখোঁজ তাজিম আহম্মেদের খোঁজ না পেয়ে তার পরিবার ও আত্মীয়স্বজন কান্নায় ভেঙে পড়েছেন। এলাকাবাসীও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন।