বরিশাল সিটি করপোরেশন শ্রমিকদের আন্দোলন, স্থায়ীকরণের দাবি

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: রবিবার ২৬শে জানুয়ারী ২০২৫ ০৭:১৫ অপরাহ্ন
বরিশাল সিটি করপোরেশন শ্রমিকদের আন্দোলন, স্থায়ীকরণের দাবি

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ১৬০ জন পরিচ্ছন্নতা কর্মী ছাঁটাই করার প্রতিবাদে শ্রমিকরা নগর ভবনের প্রধান গেট বন্ধ করে বিক্ষোভ করেছেন। তারা ছাঁটাইয়ের সিদ্ধান্ত বাতিলসহ তিন দফা দাবি আদায়ের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বিক্ষোভের কারণে নগর ভবনের ভেতরে এবং বাহিরে যাওয়ার পথ বন্ধ হয়ে যায়, ফলে সেবাগ্রহীতারা দেয়াল টপকে প্রবেশ এবং বের হওয়ার চেষ্টা করেন। তবে শ্রমিকরা জানিয়েছে, তাদের দাবিগুলো পূর্ণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।


রোববার (২৬ জানুয়ারি) বেলা ১১ টায় বরিশাল সিটি করপোরেশন শ্রমিক ইউনিয়ন হরিজনসহ বিভিন্ন শ্রমিক সংগঠন নগর ভবনের সামনে প্রথমে মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে তারা প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে সাক্ষাৎ করতে যান। কিন্তু ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহাল বা অন্য কোন পদক্ষেপ নেওয়ার বিষয়ে কর্মকর্তারা কোনো আশ্বাস দিতে পারেননি। এসময় তারা জানিয়েছেন, কোনো লিখিত নোটিশ বা কারণ ছাড়াই গত ১ জানুয়ারি ১৬০ জন শ্রমিককে আকস্মিকভাবে ছাঁটাই করা হয়েছে, যা শ্রমিকদের মতে বেআইনি এবং অমানবিক।


বরিশাল সিটি করপোরেশন শ্রমিক ইউনিয়নের সভাপতি হোসেন ঢালি বলেন, “অর্থনৈতিক সংকটের এই সময়ে ষাটোর্ধ্ব শ্রমিকদের চাকরিচ্যুতির ফলে তাদের পরিবার চরম দুর্দশার মধ্যে পড়েছে।” তিনি আরও জানান, এই সিদ্ধান্ত সম্পূর্ণ অন্যায় এবং তারা মানবিক কারণে ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহাল করার দাবি জানাচ্ছেন।


শ্রমিকদের দাবিগুলো হলো: ১. বরিশাল সিটি করপোরেশন থেকে ছাঁটাইকৃত ১৬০ জন শ্রমিককে পুনর্বহাল করা। ২. আর কোনো শ্রমিককে ছাঁটাই না করা এবং সকল কর্মীকে শ্রম আইন অনুযায়ী স্থায়ীকরণ করা। ৩. সকল শ্রমিককে পরিচয়পত্র, নিয়োগপত্র, সার্ভিস বুক দেওয়া এবং বেতন বৈষম্য দূর করা। ৪. শ্রমিকদের প্রাপ্য সব ভাতা পরিশোধ করা।


এদিকে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারি জানিয়েছেন, ছাঁটাই প্রক্রিয়া সরকারি নিয়ম অনুযায়ী সম্পন্ন হয়েছে। তবে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক চলছে এবং তাদের আশ্বস্ত করা হয়েছে যে, লিখিত অভিযোগ মন্ত্রণালয়ে পাঠানো হবে। তবে শ্রমিকদের পক্ষ থেকে এখনো কোনো লিখিত বা মৌখিক দাবি উত্থাপিত হয়নি।


শ্রমিকরা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, তাদের দাবি না মানা হলে আন্দোলন আরো তীব্র করা হবে এবং সড়ক থেকে সরবে না তারা।