খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় কাবাডি ও দাবা প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলা আর্মড পুলিশ ব্যাটালিয়ন হাই স্কুলে এই প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল, "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই"।
জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম।
কাবাডি খেলা বালক বিভাগে আর্মড পুলিশ ব্যাটালিয়ন হাই স্কুলকে পরাজিত করে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বালিকা কাবাডি খেলা তে আর্মড পুলিশ ব্যাটালিয়ন হাই স্কুলকে পরাজিত করে খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।
অন্যদিকে, দাবা বালিকা একক খেলায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন হাই স্কুলের সানুবাই মারমাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন খাগড়াছড়ি টেকনিক্যাল এন্ড কলেজের প্রতিমা চাকমা। দাবা বালক একক খেলায় পুলিশ লাইন হাই স্কুলের মাহতাবকে পরাজিত করে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নবান্ন চাকমা চ্যাম্পিয়ন হন।
ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় আর্মড পুলিশ ব্যাটালিয়ন হাই স্কুলের প্রধান শিক্ষক এস.এম. ইলিয়াছ আজম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাগণ, শিক্ষার্থীরা এবং খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা তরুণদের মধ্যে শারীরিক এবং মানসিক উন্নয়ন ঘটাতে সহায়ক ভূমিকা পালন করবে এবং আগামী দিনে আরও বেশি তরুণ ক্রীড়া ক্ষেত্রে আগ্রহী হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।