মৌলভীবাজার জেলা কৃষকদলের আহবায়ক কমিটির ঐক্য প্রতিষ্ঠা

নিজস্ব প্রতিবেদক
এহসান বিন মুজাহির জেলা প্রতিনিধি , মৌলভীবাজার
প্রকাশিত: বুধবার ১৩ই নভেম্বর ২০২৪ ০৮:৫৫ অপরাহ্ন
মৌলভীবাজার জেলা কৃষকদলের আহবায়ক কমিটির ঐক্য প্রতিষ্ঠা

মৌলভীবাজার জেলা কৃষকদলে দীর্ঘদিন ধরে চলা বিভক্তির অবসান ঘটিয়ে একত্রিত হয়েছে সংগঠনের নেতাকর্মীরা। ৫ নভেম্বর জেলা বিএনপি ঐক্যবদ্ধ হওয়ার পর এবং কেন্দ্র থেকে চিঠি আসার পর, তারেক রহমানের নির্দেশে জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুনের উদ্যোগে এ ঐক্য প্রতিষ্ঠিত হয়। 


মৌলভীবাজার জেলা কৃষকদলের আহবায়ক কমিটির বৈঠক বুধবার বিকেল তিনটায় অনুষ্ঠিত হয়। জেলা কৃষকদলের আহবায়ক শামীম আহমেদ ও সদস্য সচিব মোনাহিম কবীরের নেতৃত্বে অনুষ্ঠিত এই সভায় সংগঠনের নেতারা একত্রিত হয়ে দলের আগামী কার্যক্রম একসঙ্গে পালনের জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। 


বিষয়টি নিয়ে জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুন বলেন, ‘‘দলের বিভক্তির অবসান এবং একত্রিত হওয়া আমাদের বড় একটি সাফল্য। তারেক রহমানের নির্দেশে আমরা আজকে একত্রিত হয়েছি। এটি দলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নতুন শক্তি সঞ্চার করেছে।’’


দলীয় সূত্র জানায়, দুই বছর আগে কৃষকদলের আহবায়ক কমিটি গঠন হলেও, দুইভাগে বিভক্ত হয়ে যায় নেতারা। এর ফলে সংগঠনের কার্যক্রম স্থবির হয়ে পড়ে এবং নেতাকর্মীদের মধ্যে হতাশা সৃষ্টি হয়। তবে জেলা বিএনপির নতুন আহবায়ক ফয়জুল করিম ময়ুনের নেতৃত্বে বিভক্তির অবসান ঘটানো সম্ভব হয়েছে। 


এছাড়াও সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানূর রহমান মিজান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহিম রিপন, ফখরুল ইসলাম, মনোয়ার আহমেদ রহমান, মুহিতুর রহমান হেলালসহ অন্যান্য নেতৃবৃন্দ। সকলেই ঐক্যবদ্ধভাবে দলের ভবিষ্যত কার্যক্রম পরিচালনার জন্য নিজেদের সহযোগিতা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেছেন।


এখন, জেলা কৃষকদলের নেতাকর্মীদের মধ্যে নতুন করে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং সংগঠনের মধ্যে একতা ও সুস্থ পরিবেশের মাধ্যমে দলীয় কার্যক্রম আরো শক্তিশালী করার প্রত্যাশা করা হচ্ছে।