চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
বিশেষ প্রতিবেদক - আইন আদালত
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৪ই নভেম্বর ২০২৪ ০৭:২০ অপরাহ্ন
চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ এবং আইনজীবী অধিকার পরিষদ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকাল সাড়ে চারটায় রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত এই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং আইনজীবী অধিকার পরিষদের সদস্যরা।


বিক্ষোভকারীরা দাবি করেছেন, তাজুল ইসলাম সরকারি সুবিধা ভোগ করার পরেও কিভাবে গণঅধিকার পরিষদের বিরোধিতা করতে পারেন এবং তার বিরুদ্ধে দায়ের করা রিট পিটিশনের শুনানিতে অংশ নেন। তাদের অভিযোগ, তাজুল ইসলাম তার রাজনৈতিক সুবিধার্থে এই পদক্ষেপ নিয়েছেন এবং এটি দেশের সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার সমান। তারা বলেন, তাজুল ইসলামের এই কর্মকাণ্ডে দেশের আইনি এবং রাজনৈতিক পরিবেশে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।


গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, "তাজুল ইসলাম নিজের স্বার্থে ক্ষমতার অপব্যবহার করছেন। তিনি রাজনৈতিক ফায়দা হাসিল করতে আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তার এসব কর্মকাণ্ড দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ও আইনি প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করছে।"


এছাড়া, নুর তার বক্তব্যে তাজুল ইসলামের সততা নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, "যিনি ব্যক্তিগত স্বার্থে নীতি-বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত, তিনি কিভাবে দেশের জনগণের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারেন?"


বিক্ষোভকারীরা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দ্রুত সময়ে তাজুল ইসলামের পদত্যাগ নিশ্চিত করা না হলে, দেশের আইনজীবী ও ছাত্র-জনতা তাকে পদত্যাগ করতে বাধ্য করবে।