https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

সেই এতিম শিশুদের দেখভালের জন্য ডিসি ও সমাজসেবা অধিদপ্তরেকে নির্দেশ- হাইকোর্ট

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ২১:৩৮

শেয়ার করুনঃ
সেই এতিম শিশুদের দেখভালের জন্য ডিসি ও সমাজসেবা অধিদপ্তরেকে নির্দেশ- হাইকোর্ট

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার চিত্রাপাড়া গ্রামের জামাল মিয়ার পরিবারে এক অভাবনীয় দুর্দশার ঘটনা ঘটেছে। এক মাস আগে, জামাল মিয়ার স্ত্রী সাথী বেগম যমজ কন্যাসন্তান জন্ম দেন। কিন্তু এক সপ্তাহ পরেই তিনি মারা যান। তারপর থেকেই শুরু হয় পরিবারের দুর্বিষহ জীবনযাত্রা। মা মারা যাওয়ার পর, জামাল মিয়া তার চার শিশুসন্তানসহ একেবারে একা হয়ে পড়েন। তার মধ্যে সবচেয়ে অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে সদ্যজাত যমজ কন্যাদের, যারা মায়ের দুধের জন্য আকুলি-বিকুলি করছে, কিন্তু তাদের মুখে খাবার দেয়ার মতো কিছুই নেই।

এদিকে, জামাল মিয়া পেশায় দিনমজুর হলেও, তাকে গত ৮ নভেম্বর রাতে পুলিশের হাতে গ্রেপ্তার করা হয়। তাকে সন্দেহভাজন হিসেবে একটি রাজনৈতিক হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। জামাল মিয়ার অনুপস্থিতিতে তার সন্তানদের দেখভালের দায়িত্ব পুরোপুরি সাজ্জাদ মোল্লার (১৩) ওপর এসে পড়ে। কিন্তু বয়সে তরুণ সাজ্জাদ কীভাবে তার দুই বোনসহ তিন বোনকে খাওয়াবে, এ নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এই মানবিক সংকটের মধ্যে ১৪ নভেম্বর, হাইকোর্ট এ ঘটনার গুরুত্ব উপলব্ধি করে স্বপ্রণোদিতভাবে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়। বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ শিশুদের দেখভালের দায়িত্ব স্থানীয় সমাজ সেবা অধিদপ্তর ও গোপালগঞ্জ জেলা প্রশাসনকে দেয়। হাইকোর্টের আদেশে বলা হয়, শিশুদের সুরক্ষিত রাখার জন্য জরুরি ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং জামাল মিয়ার পরিবারকে আর্থিক ও সামাজিক সহায়তা প্রদান করতে হবে। 

বিচারপতিরা আইনজীবী ব্যারিস্টার হামিদুল মিসবাহ, ব্যারিস্টার নাজিয়া কবির ও ব্যারিস্টার সিফাত মাহমুদ শুভসহ অন্যান্য আইনজীবীদের নিকট এ বিষয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন দেখে কার্যক্রম শুরুর নির্দেশ দেন। 

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

জামাল মিয়ার ভাই মনির মিয়া জানিয়েছেন, তার ভাই রাজনৈতিকভাবে কোনো দলের সঙ্গে জড়িত ছিলেন না এবং গ্রেপ্তারের কারণ তাদের কাছে স্পষ্ট নয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তার ভাইয়ের শিশুদের খাবার নেই, তাদের সহায়তার জন্য সরকারের হস্তক্ষেপ প্রয়োজন।

এদিকে, গোপালগঞ্জ জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তর দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে।

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

উত্তরায় ছাত্র হত্যাচেষ্টায় গ্রেফতার তুরিন আফরোজ

উত্তরায় ছাত্র হত্যাচেষ্টায় গ্রেফতার তুরিন আফরোজ

রাজধানীর উত্তরায় ছাত্র হত্যাচেষ্টার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৭ এপ্রিল) রাতে উত্তরার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। উত্তরা পশ্চিম থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।   উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে জড়িত এক শিক্ষার্থীকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ রয়েছে তুরিন আফরোজের বিরুদ্ধে।

বিচার বিভাগের সংস্কার ছাড়া সেক্টরের উন্নয়ন অসম্ভব: প্রধান বিচারপতি

বিচার বিভাগের সংস্কার ছাড়া সেক্টরের উন্নয়ন অসম্ভব: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিচার বিভাগের সংস্কার না হলে দেশের কোনো সেক্টরের সংস্কারের স্থায়িত্ব সম্ভব নয়। তিনি ২০০৫ সালে প্রতিষ্ঠিত হাকিমপুর মহিলা ডিগ্রি কলেজে আয়োজিত একটি বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন। তিনি বলেন, ‘‘সংস্কারের বার্তা দেশের প্রতিটি জনগণের কাছে পৌঁছানো প্রয়োজন এবং সে লক্ষ্যেই তিনি সারা দেশে সফর করছেন।’’ তিনি আরও বলেন, ‘‘জুলাই-আগষ্টের গণ-অভ্যুত্থানের

ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল ও স্ত্রীর তিন বছর সশ্রম কারাদণ্ড

ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল ও স্ত্রীর তিন বছর সশ্রম কারাদণ্ড

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে প্রতারণার অভিযোগে তিন বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। পাশাপাশি, তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদণ্ডও প্রদান করা হয়েছে। অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাদের। এই রায় সোমবার (৬ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান ঘোষণা করেন। বাদীপক্ষের আইনজীবী সাকিবুল ইসলাম এ তথ্য

সাতদিনে ৩৪১ অপরাধী গ্রেপ্তার, সেনাবাহিনীর যৌথ অভিযান

সাতদিনে ৩৪১ অপরাধী গ্রেপ্তার, সেনাবাহিনীর যৌথ অভিযান

দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে চলমান যৌথ অভিযানে গত সাতদিনে তালিকাভুক্ত সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারী, কিশোর গ্যাং সদস্য ও মাদক ব্যবসায়ীসহ ৩৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ২৭ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত পরিচালিত এসব অভিযানে সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের ইউনিটগুলো পুলিশ, র‍্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ে রাজধানীসহ সারাদেশে কাজ করেছে।   আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর

স্বস্তির ঈদ: নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা

স্বস্তির ঈদ: নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা

গণ-অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে এবারের ঈদুল ফিতর উদযাপিত হয়েছে উৎসবমুখর পরিবেশে দীর্ঘ নয়দিনের ছুটিতে মানুষ নির্ভারভাবে ঈদ উদযাপন করেছে অন্তর্বর্তী সরকারের কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে ঢাকাসহ সারাদেশ শান্তিপূর্ণ ছিল   প্রতিবারের মতো এবারও ঈদের ছুটিতে নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছিল তবে সরকারের উদ্যোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারির ফলে ছিনতাই চুরি ডাকাতির মতো অপরাধ ছিল প্রায় শূন্যের কোটায় পুলিশ সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনী