খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন, দেশের বাজারে আমন ধান উঠলে চালের দাম কমে যাবে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) খাদ্য অধিদফতরের সভাকক্ষে অনুষ্ঠিত এক সমন্বয় সভা শেষে তিনি এ কথা জানান।
খাদ্য উপদেষ্টা জানান, চলতি বছর আমনের বাম্পার ফলন হয়েছে এবং আগামী ১৭ নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ শুরু হবে। সরকার সাড়ে পাঁচ লাখ মেট্রিক টন চাল, সাড়ে তিন লাখ মেট্রিক টন ধান এবং এক লাখ টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এই বছরের ধান সংগ্রহ মূল্য প্রতি কেজি ৩৩ টাকা এবং চালের সংগ্রহ মূল্য ৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছর এটি ছিল যথাক্রমে ৩০ টাকা ও ৪৪ টাকা।
তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং বাজারে সরবরাহ বাড়ানো। তাই, চালের আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে, যা বাজারে দাম কমানোর সহায়ক হবে। এছাড়াও, দেড় লাখ টন ধান ও গম আমদানির পরিকল্পনাও রয়েছে, যা বাজারের স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে।
তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে, আগামী সপ্তাহগুলোতে আমন ধান বাজারে আসার সাথে সাথে চালের দাম কমে যাবে এবং দেশের খাদ্য পরিস্থিতি আরও সুসংহত হবে।
এছাড়া, ধান, সিদ্ধ চাল ও আতপ চাল ২০২৫ সালের ১০ মার্চ পর্যন্ত সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।