কালকিনিতে বিএনপির কর্মীদের উপর বোমা হামলা, আহত ২

নিজস্ব প্রতিবেদক
মোঃ আতিকুর রহমান আজাদ,উপজেলা প্রতিনিধি কালকিনি (মাদারীপুর)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৪ই নভেম্বর ২০২৪ ০৬:১৯ অপরাহ্ন
কালকিনিতে বিএনপির কর্মীদের উপর বোমা হামলা, আহত ২

মাদারীপুরের কালকিনিতে বিএনপি নেতাকর্মীদের উপর আওয়ামী লীগের নেতাকর্মীদের বোমা হামলা চালানোর অভিযোগ উঠেছে। এ হামলায় বিএনপির দুই কর্মী গুরুতর আহত হয়েছেন। 


আজ (১৪ নভেম্বর) বৃহস্পতিবার দুপুরে উপজেলার আলিনগর ইউনিয়নের ফাসিয়াতলা বাজারে জিয়া পরিষদের কর্মিসভার প্রস্তুতিমূলক আলোচনা সভায় অংশ নিতে যাওয়ার পথে এই হামলার ঘটনা ঘটে। জানা যায়, বিএনপির নেতাকর্মীরা সভার জন্য প্রস্তুতি নিয়ে এনায়েতনগর ইউনিয়নের খালেকেরহাট বাজারে পৌঁছালে সেখানে এনায়েতনগর ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিতভাবে প্রায় অর্ধশত বোমা নিক্ষেপ করেন। 


এই হামলায় বিএনপির কর্মী সুজন সরদার (৩২) ও শামিম বেপারী (২৮) গুরুতর আহত হন। হামলাকারীরা বিএনপির নেতাকর্মীদের ৪টি মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়। আহতদের উদ্ধার করে স্থানীয় কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


হামলার খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুরো এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি এখন শান্ত রয়েছে। 


কালকিনি উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিরু বেপারী অভিযোগ করেছেন, এই হামলা এনায়েতনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল হক সরদারের নেতৃত্বে পরিচালিত হয়। তিনি বলেন, "আমরা শান্তিপূর্ণভাবে সভার প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু আমাদের ওপর হামলা চালানো হয়।"


কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানিয়েছেন, ঘটনাস্থল পরিদর্শন করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রাখা হয়েছে। হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।