বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, তাদের দল এখন কোনো জোটে নেই। জামায়াতের সঙ্গে বিএনপি জোটবদ্ধ কি না এমন প্রশ্নে তিনি বলেন, বর্তমানে বিএনপি যুগপৎ আন্দোলনে রয়েছে। কোনো দল বা গোষ্ঠীর সঙ্গে জোট নেই। তবে গণতান্ত্রিক আন্দোলনে বিভিন্ন দলের সঙ্গে যুগপৎভাবে কাজ করছে বিএনপি।
বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, গণতান্ত্রিক রাজনীতিতে নির্বাচনের আগে জোট গঠন একটি স্বাভাবিক প্রক্রিয়া। এটি শুধু বাংলাদেশ নয়, বিশ্বজুড়ে একটি প্রচলিত পদ্ধতি। উদাহরণ হিসেবে তিনি বলেন, ভারতে মুসলিম লীগ এবং কমিউনিস্ট পার্টি নির্বাচনের আগে জোটবদ্ধ হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে বিএনপি কোনো জোটে নেই বলে স্পষ্ট করেন তিনি।
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তারা সরকারে নিজেদের প্রতিনিধি রেখে নির্বাচন করতে চাইলে অন্য রাজনৈতিক দলগুলো তা মেনে নেবে না। কারণ এতে গণতান্ত্রিক চেতনার লঙ্ঘন হবে।
অন্তর্বর্তী সরকারের মেয়াদ ও নিরপেক্ষতার প্রশ্নে মির্জা ফখরুল বলেন, সরকার যদি পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখে, তাহলে তারা নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকতে পারে। তবে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে, যদি সরকারের নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন ওঠে।
তিনি আরও বলেন, ছাত্র নেতারা দ্রুত নির্বাচনের প্রয়োজনীয়তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তাদের দাবি, নির্বাচন আয়োজনের জন্য নয়, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই তারা আন্দোলন করেছে। এ বিষয়ে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রথম ধাপই হলো নির্বাচন। কারণ, বিগত তিনটি নির্বাচনে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। ভোট হচ্ছে জনগণের অধিকার, যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তি।
তিনি জোর দিয়ে বলেন, নির্বাচনের মাধ্যমেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরা সম্ভব। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। নির্বাচিত সরকার ছাড়া কাঙ্ক্ষিত সংস্কার এবং পরিবর্তন আনা সম্ভব নয়।
অন্তর্বর্তী সরকার যেসব সংস্কার প্রস্তাব দিয়েছে, তা নির্বাচিত সরকারের মাধ্যমেই বাস্তবায়ন সম্ভব বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, সংসদের অনুমোদন ছাড়া কোনো সংস্কার কার্যকর করা যায় না। এজন্য দ্রুত একটি নিরপেক্ষ নির্বাচনের প্রয়োজন রয়েছে।
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার রক্ষায় বিএনপির চলমান আন্দোলনের গুরুত্ব তুলে ধরে মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার জন্য নির্বাচনই প্রধান মাধ্যম। তাই দ্রুত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।