বরিশালে কাউন্সিলর বিপ্লবের বিচার দাবীতে সড়ক অবরোধ, বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: রবিবার ২৪শে এপ্রিল ২০২২ ০৫:০৭ অপরাহ্ন
বরিশালে কাউন্সিলর বিপ্লবের বিচার দাবীতে সড়ক অবরোধ, বিক্ষোভ

বরিশাল সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লবের বিচার দাবী করে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে সিটি কর্পােরেশনের কর্মকর্তা-কর্মচারীরা। আজ বিকেল সাড়ে তিনটার দিকে কাউন্সিলর কার্যালয়ের সামনে সড়ক অবরোধ বিক্ষোভ করেন তারা। 


বিক্ষোভরত শ্রমিকরা জানান, গত শুক্রবার সিটি কর্পােরেশনের অফিস সহকারী মজিবরকে মারধর  করেন ২০নং ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব। এ ঘটনায় ভুক্তভোগী বিচার চেয়ে কোতয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। এর রেশ না কাটতেই আজ রবিবার সকালে ২০নং ওয়ার্ডের আরআই রাজিবকে মারধর করেন বিপ্লব। এরই জের ধরে বিকাল সাড়ে ৩টার দিকে সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা বিপ্লবের কার্যালয়ের সামনে জড়ো হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় সিটি কর্পােরেশনের ময়লার গাড়ি সড়কের মাঝে আড়াআড়ি করে রাখা হয়।

 

বিক্ষোভকারীরা " বিপ্লবের চামড়া, তুলে নেব আমরা" , "প্রশাসনের দালালেরা হুশিয়ার সাবধান, নানা শ্লােগান দিয়ে বিক্ষোভ করেন।


প্রায় ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পরে অবশ্য বিকাল সাড়ে ৪টার দিকে বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে দিয়ে সড়কের পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান।


এ রিপোর্ট লেখা পর্যন্ত বিক্ষোভ চলছে।