বরিশালের সব রুটে বাস চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার ১৬ই জুলাই ২০২১ ১১:৪৯ পূর্বাহ্ন
বরিশালের সব রুটে বাস চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি

বরিশাল নগরীর রুপাতলী বাস টার্মিনালে শ্রমিকদের উপর হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের গ্রেফতারের দাবীতে রুপাতলী ও নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে সব ধরণের বাস চলাচল বন্ধ করে দিয়েছে মালিক ও শ্রমিকরা। গতকাল বৃহস্পতিবার সকালে হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারে শ্রমিকদের দেয়া আল্টিমেটামের মধ্যে হামলকারীরা গ্রেফতার না হওয়ায় এ কর্মসূচি দিয়েছেন শ্রমিক ও মালিকরা। 


বিষয়টি নিশ্চিত করেছেন নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফরিদ হোসেন এবং রুপাতলী মাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন।


এদিকে আকস্মিক এ কর্মসূচি ঘোষণা করায় ভোগান্তিতে পড়েছেন যাত্রী সাধারণ। 


রুপাতলী মাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন বলেন, শ্রমিকদের উপর হামলার জের ধরে বিক্ষুব্ধ শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দিলে পুলিশ প্রশাসনের আশ^াসে প্রায় ৪ ঘন্টা পর পুনরায় বাস চালু করেছিল। কিন্তু ঘটনার ২৪ ঘন্টা পরও হামলাকারীরা গ্রেফতার না হওয়ায় আজ সকাল ১০টা থেকে বাস চলাচল বন্ধ করা হয়েছে।


নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফরিদ হোসেন জানান, শ্রমিকদের উপর হামলাকারী সন্ত্রাসী সুলতান বাহিনীর সদস্যদের গ্রেফতারে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয়া হয়েছিল। কিন্তু ২৪ ঘন্টার পার হলেও পুলিশ তাদের কাউকে গ্রেফতার করতে না পারায় অভ্যন্তরীণ ও দূরপাল্লার সকল প্রকার পরিবহন বন্ধ করে দেয়া হয়েছে। 



তিনি আরো জানান, সন্ত্রাসী সুলতান গ্রেফতার না হওয়া পর্যন্ত তাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে।



উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নগরীর রুপাতলী বাস টার্মিনালে শ্রমিকদের দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ শ্রমিক আহত হয়। প্রতিবাদে বাস চলাচল বন্ধ করে দিলেও হামলাকারীদের আইনের আওতায় আনার আশ্বাস দেয় পুলিশ প্রশাসন। পরে ৪ ঘন্টা বন্ধ থাকার পর পুনরায় বাস চলাচল শুরু হয়।