ঝালকাঠিতে পৌরবাসীর জলাবদ্ধতায় ক্ষোভ, দ্রুত খাল খননের দাবি

নিজস্ব প্রতিবেদক
মো. নাঈম হাসান ঈমন, জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: শুক্রবার ২৫শে অক্টোবর ২০২৪ ০৭:৩৭ অপরাহ্ন
ঝালকাঠিতে পৌরবাসীর জলাবদ্ধতায় ক্ষোভ, দ্রুত খাল খননের দাবি

ঝালকাঠি পৌর শহরে বর্ষাকালে জলাবদ্ধতা দূর করতে সাতটি খাল খননের উদ্যোগ নেওয়া হলেও কার্যক্রম শুরু হয়নি। গত ২৮ আগস্ট খাল খনন কাজের উদ্বোধন করা হলেও এক মাসের বেশি সময় অতিবাহিত হওয়ার পরেও কাজের অগ্রগতি নেই। খালগুলো বন্ধ হয়ে যাওয়ায় শহরের পানি নিষ্কাশনে সমস্যা দেখা দিয়েছে, যা পৌরবাসীর ভোগান্তি বাড়াচ্ছে।


স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, বৃষ্টিতে সড়কে পানি জমে থাকে এবং ময়লা আবর্জনা খালগুলোতে ভরে গিয়ে দুর্গন্ধ এবং মশার প্রজনন সৃষ্টি করছে। পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, খালের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিমাপের কাজের জন্য সময় লাগছে, কিন্তু বাসিন্দাদের দাবি, সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।


ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আজমীর বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক মো. সারোয়ার হোসেন জানান, খনন কাজের কার্যাদেশ পাওয়ার পর প্রতিকূল আবহাওয়ার কারণে কাজ শুরু করতে পারেননি। 


পৌরবাসীর দাবি, সমস্যার সমাধান দ্রুত করতে হবে, অন্যথায় তাদের ভোগান্তি অব্যাহত থাকবে।



ঝালকাঠি পৌরসভার প্রশাসক মো. কাওছার হোসেন বলেন, ঝালকাঠি শহরের অভ্যন্তরে ৭টি খাল খননের উদ্যোগ নেয়া হয়েছে। ওই খালগুলো বর্তমানে পানি ভর্তি। এখন পানি ভর্তি, খনন করলে মূল উদ্যেশ্য ব্যাহত হবে। তাই পানি কমলে তখন খনন কাজ শুরু হবে। ইতিমধ্যে আমাদের সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। শুধুমাত্র সময়ের অপেক্ষা।