বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালে বাস রাখার সংকুলান না হওয়ায় রাস্তাই এখন স্ট্যান্ড। এতে যানজট বৃদ্ধির পাশাপাশি ভোগান্তি বাড়ছে মানুষের। নতুন জায়গা নির্ধারণ করে বাস নিরাপদে রাখার দাবি শ্রমিকদের।
পাঁচ বছর আগে বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে আন্তঃরুটের বাস ছিল ৮০টি। কিন্তু এখন আন্তঃজেলা ও দূরপাল্লার যানবাহন সংখ্যা দ্বিগুণের বেশি। এতে টার্মিনালে স্থান না হওয়ায় সড়কজুড়ে রাখা হচ্ছে বাস।
বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক কিশোর কুমার দে জানান, যতটা সম্ভব বাসগুলো টার্মিনালের মধ্যেই রাখার চেষ্টা করছেন তারা।
বাস রাস্তায় পার্কিং করে যানজটের সৃষ্টি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিএমপির অতিরিক্ত উপকমিশনার শেখ সেলিম মাহামুদ।
এ টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লায় বাস চলাচল করে প্রায় ৩০০শ’ মতো। নগরীর গড়িয়ারপাড় এলাকায় বাস টার্মিনাল স্থানান্তর করার পরিকল্পনা চলছে বলে জানায় সিটি করপোরেশন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।