রাজবাড়ীতে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
মইনুল হক মৃধা-রাজবাড়ী জেলা প্রতিনিধি
প্রকাশিত: সোমবার ২০শে জানুয়ারী ২০২৫ ০৬:৪৮ অপরাহ্ন
রাজবাড়ীতে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

রাজবাড়ী জেলার নবাগত জেলা প্রশাসক মিস সুলতানা আক্তারের সঙ্গে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিস সুলতানা আক্তার। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ-উল-হাসানসহ জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী এতে অংশ নেন।


মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। বালু উত্তোলন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, পাসপোর্ট অফিসে হয়রানি দূরীকরণ, হাসপাতালের চিকিৎসা সেবার মানোন্নয়ন, শহরের সড়কগুলোর বেহাল দশা মেরামত এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ে ব্যবস্থা নেওয়ার প্রস্তাব দেন তারা। এছাড়াও গোদার বাজারের সৌন্দর্যবর্ধনের মতো উন্নয়নমূলক বিষয়েও আলোচনা হয়।


সভায় জেলা প্রশাসক মিস সুলতানা আক্তার বলেন, “রাজবাড়ী একটি সুন্দর ও শান্তিপ্রিয় জেলা। এখানে সম্ভাবনাময় ক্ষেত্রগুলো বিকশিত করা এবং জনগণের দুর্ভোগ কমাতে আমি আন্তরিকভাবে কাজ করবো। আমি সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।”


তিনি আরও জানান, জেলার উন্নয়নমূলক কার্যক্রমে গণমাধ্যমকর্মীদের পরামর্শ ও সহযোগিতা প্রশাসনকে আরও দক্ষতার সঙ্গে কাজ করতে সহায়তা করবে। তিনি জনগণের সমস্যাগুলো দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।


অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ-উল-হাসান বলেন, “প্রশাসনের লক্ষ্য জনগণের জীবনমান উন্নয়ন। সাংবাদিকদের পরামর্শ ও পর্যবেক্ষণ এই লক্ষ্য পূরণে সহায়ক হবে।”


সভায় সাংবাদিকরা প্রশাসনের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, জেলার উন্নয়ন ও সমস্যা সমাধানে তারা সবসময় গঠনমূলক ভূমিকা পালন করবেন।


জেলার বিভিন্ন সমস্যা সমাধান ও সম্ভাবনাময় ক্ষেত্রগুলোর উন্নয়নে এ সভা একটি ইতিবাচক সূচনা হিসেবে প্রশংসিত হয়েছে। নবাগত জেলা প্রশাসক ও সাংবাদিকদের সম্মিলিত প্রয়াসে রাজবাড়ীর উন্নয়ন আরও গতিশীল হবে বলে সবাই আশাবাদ ব্যক্ত করেন।