বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখার অভিযানে ১০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি ২০২৫) কোতয়ালী মডেল থানাধীন বিসিসি ২৩ নং ওয়ার্ডের সরদার পাড়া রোডে অভিযানটি পরিচালিত হয়।
অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন পুলিশ পরিদর্শক মো. ছগির হোসেন। অভিযানে অংশ নেন এসআই মো. মেহেদী হাসান, এএসআই মো. মহসিন সবুজ এবং কনস্টেবল রুহুল আমিন, আকিদুর রহমান, সাইফুল ইসলাম ও মোজাম্মেল হক। গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ১১টায় সরদার পাড়া রোডের তাহরিকুল ইমান মাদ্রাসার সামনে অভিযান চালিয়ে এই দুই ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃতরা হলেন যশোর জেলার ফতেহপুর ইউনিয়নের আবু হাসান গাজী (৩৭) এবং বরিশাল জেলার সরদার পাড়া এলাকার মো. কামাল হোসেন হাওলাদার ওরফে মেঝ কামাল (৫২)। তাদের হেফাজত থেকে ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ফেন্সিডিল পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কোতয়ালী মডেল থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।