জয়পুরহাটের পাঁচবিবি রেলস্টেশনের পাশে সোমবার মধ্যরাতে অনুষ্ঠিত আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে দৈনিক ভোরের দর্পণ তাদের ২৫ বছরের পথচলা উদযাপন করেছে। পত্রিকাটি সমাজের অবহেলিত ও অসহায় মানুষের কথা তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামীম আহম্মেদ মন্ডল।
তিনি বলেন, সাংবাদিকতা এবং পত্রিকা হলো সমাজের দর্পণ। সত্য ও তথ্যবহুল সাংবাদিকতার মাধ্যমে সমাজের সব শ্রেণিপেশার মানুষের পাশে দাঁড়ানো জরুরি। অবহেলিত মানুষের কথা তুলে ধরতে সাংবাদিকদের আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোরের দর্পণের স্থানীয় প্রতিনিধি আকতার হোসেন বকুল। অন্যান্য আলোচকদের মধ্যে ছিলেন আটাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ নওশাদ আলী, বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সম্পাদক প্রভাষক মো. সাইদুর রহমান, থানা যুবদলের সাবেক সম্পাদক প্রভাষক মো. সামসুল হুদা দুলাল।
পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হারুন-উর-রশিদ সজল, পৌর ছাত্রদলের সাবেক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন এবং মহিপুর হাজী মহসিন সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সামিউল ইসলামসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচকরা ভোরের দর্পণের সামাজিক ভূমিকা এবং সাংবাদিকতার নৈতিকতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, পত্রিকাটি দীর্ঘ ২৫ বছর ধরে নিরলসভাবে কাজ করে সমাজের দরিদ্র এবং অসহায় মানুষের কথা তুলে ধরেছে।
ভোরের দর্পণের ২৫ বছরের এই যাত্রায় বিভিন্ন চ্যালেঞ্জ সত্ত্বেও সমাজের সত্য তুলে ধরতে তারা যে অঙ্গীকার করেছে, তা উল্লেখযোগ্য। এ সময় উপস্থিত সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।
উপস্থিত বক্তারা আরও বলেন, ভোরের দর্পণ কেবল সংবাদ পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ না থেকে সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও পত্রিকাটি এই ধারাবাহিকতা বজায় রাখবে।
আলোচনা শেষে অতিথিরা কেক কাটার মাধ্যমে উদযাপন করেন ভোরের দর্পণের ২৫ বছর পূর্তি। অনুষ্ঠানটি সবার মধ্যে নতুন উদ্যমে কাজ করার অনুপ্রেরণা জাগিয়ে তোলে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।