বরিশালে শুরু হলো ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: সোমবার ২০শে জানুয়ারী ২০২৫ ০৬:৩৫ অপরাহ্ন
বরিশালে শুরু হলো ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম

দেশব্যাপী শুরু হওয়া নতুন ভোটার নিবন্ধন ও ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম বরিশালেও সোমবার (২০ জানুয়ারি) থেকে শুরু হয়েছে। বরিশালের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে সকাল থেকে এ কার্যক্রম চালু হয়।


নির্বাচন কমিশনের নির্দেশনায় প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছেন। নতুন ভোটার অন্তর্ভুক্তি এবং মৃত্যুবরণ করা ব্যক্তিদের তালিকা প্রণয়ন করা হচ্ছে। এ কার্যক্রম চলবে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।


বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করার এ উদ্যোগে নতুন প্রজন্মের ভোটারদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। তারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, “এটি একটি সময়োপযোগী পদক্ষেপ। নিখুঁত ভোটার তালিকা প্রণয়নে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হচ্ছে, যা আমাদের বিশ্বাসযোগ্যতা বাড়িয়েছে।” অভিভাবকরাও সন্তুষ্টি প্রকাশ করেছেন।


তথ্য সংগ্রহকারী দল ভোটারদের নাম ও তথ্য নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তির জন্ম নিবন্ধন সনদ, নিকট আত্মীয়ের ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং শিক্ষাগত সনদ যাচাই করছেন। হালনাগাদ তালিকার প্রাথমিক পর্যায় শেষে ভোটারদের আগামী ১৫ ফেব্রুয়ারি নিজ নিজ এলাকায় গিয়ে ছবি তুলতে বলা হয়েছে।


জেলা নির্বাচন কমিশন সূত্র জানায়, বরিশালে ভোটার তালিকা হালনাগাদ করার জন্য ইতোমধ্যে ১ হাজার ২২৪ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বরিশাল জেলায় বর্তমানে মোট ভোটার সংখ্যা ২২ লক্ষ ২২ হাজার।


বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান জানান, কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনে বরিশাল অঞ্চলে ৫ হাজার ৬৫২ জন তথ্য সংগ্রহকারী এবং ১ হাজার ৮৬ জন সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। বিশেষভাবে, ২০২৬ সালের পহেলা জানুয়ারি যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাদের নতুন ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা হচ্ছে।