
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২০, ১৬:১০

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতিটি কাজই মুমিন মুসলমানের জন্য সর্বোত্তম শিক্ষা ও অনুপ্রেরণা। প্রিয় নবি যেসব কাজ করতেন, উম্মতে মুহাম্মাদিও সেসব কাজ করতে ভালোবাসেন। তিনি যেভাবে দোয়া করতেন, তাঁর উম্মতও সে দোয়া পড়তে ভালোবাসেন। আর এটিই হলো বিশ্বনবির প্রতি উম্মতের ভালোবাসা ও সুন্নাতের আমল।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর কাছে যখন কোনো মৌসুমি বা নতুন ফল-ফলাদি আসতো তা যদি সাদকা হতো তবে তিনি তা অন্যদের মাঝে বিলিয়ে দিতেন। আর যদি হাদিয়া আসতো তা তিনি খেতেন এবং অন্যদেরকেও খেতে দিতেন।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খেঁজুর, শসা, তরমুজ খেতেন। এর সবই ছিল মদিনা ও তার পাশ্ববর্তী অঞ্চলের মৌসুমী ফল। তিনি এসব ফল খেতেন। হাদিসে এসেছে-

ইনিউজ ৭১/এম.আর