প্রকাশ: ১ জুলাই ২০২৫, ২২:৯
কোনো ট্যাগ পাওয়া যায়নি
কুমিল্লার দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে ইমন হোসেন নামে এক দালালকে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মহিবুস সালাম খান তাকে আটক করে প্রশাসনের কাছে হস্তান্তর করেন। পরে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে তাকে অর্থদণ্ডসহ কারাদণ্ড দেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবীদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হানুল ইসলাম জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা অনুযায়ী ইমন হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয় এবং বর্তমানে তাকে থানা হাজতে রাখা হয়েছে।
এদিকে দালাল ইমনের আটক ও সাজা প্রসঙ্গে কথা বলতে একাধিকবার ফোন করলেও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহিবুস সালাম খানের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, ইমন হোসেন দীর্ঘদিন ধরে দেবীদ্বার সরকারি হাসপাতালে দালালচক্রের সক্রিয় সদস্য হিসেবে কাজ করে আসছিল। সে বিভিন্ন রোগী ও তাদের স্বজনদের সঙ্গে প্রতারণা করে চিকিৎসা সংক্রান্ত কাজে অবৈধ সুবিধা গ্রহণ করত।
হাসপাতালের জরুরি বিভাগে এমন দালালচক্রের উপস্থিতি সাধারণ মানুষের চিকিৎসা সেবায় বিঘ্ন সৃষ্টি করছিল। এ কারণে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে বিষয়টি নজরে এনে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ সময় দেবীদ্বার থানার উপ-পরিদর্শক ভবতোষের নেতৃত্বে তিন সদস্যের একটি পুলিশ দল মোবাইল কোর্টের নির্দেশে দালাল সদস্য ইমনকে আটক করে থানায় নিয়ে যায়।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে হাসপাতালের চারপাশে সক্রিয় থাকা এমন দালালদের কারণে রোগীদের হয়রানি বেড়েই চলেছিল। প্রশাসনের এই পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন অনেকেই।
এ ঘটনার মাধ্যমে ভবিষ্যতে এমন অবৈধ চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। হাসপাতাল এলাকায় দালালদের দৌরাত্ম্য রোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান সচেতন মহল।