প্রকাশ: ২৯ জুন ২০২৫, ১৮:৪৫

ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের বন্দর পাড়া, মুন্সিপাড়া, বকসেরহাট, শিমুলতলা ও চৌধুরীপাড়া গ্রামের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে নিজ অর্থায়নে কাঁচা রাস্তা মেরামতের উদ্যোগ নিয়েছেন স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মীর জাহিদ হাসান। রাস্তা ভাঙাচোরা থাকায় প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হতো শিশু, শিক্ষার্থী, বৃদ্ধ, রোগী ও পথচারীদের।
