নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের গুরুত্বপূর্ণ নয়টি অসিয়ত উম্মতের জন্য খুবই জরুরি। কঠিন পরিস্থিতিতেও যেন তারা এ অসিয়তগুলো পালন করতে ছেড়ে না দেয়, সে ব্যাপারে গুরুত্বারোপ করেছেন। হাদিসের বর্ণনায় তা এভাবে ফুটে ওঠেছে-
হজরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে নয়টি ব্যাপারে ওসিয়াত করেছেন-
১. لاَ تُشْرِكْ بِاللَّهِ شَيْئًا ؛ وَإِنْ قُطِّعْتَ أَوْ حُرِّقْتَ
আল্লাহর সঙ্গে কোনো কিছু শরিক করো না, যদিও তোমাকে হত্যা করা হয় অথবা অগ্নিদগ্ধ করা হয়।
২. وَلاَ تَتْرُكَنَّ الصَّلاَةَ الْمَكْتُوبَةَ مُتَعَمِّدًا، وَمَنْ تَرَكَهَا مُتَعَمِّدًا بَرِئَتْ مِنْهُ الذِّمَّةُ،
ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ত্যাগ করো না, যে ব্যক্তি স্বেচ্ছায় ফরয নামায ত্যাগ করবে তার সম্পর্কে আমার কোন দায়িত্ব নাই।
৩. وَلاَ تَشْرَبَنَّ الْخَمْرَ، فَإِنَّهَا مِفْتَاحُ كُلِّ شَرٍّ،
মদ্যপান করো না, কেননা তা সকল অনাচারের চাবি।
৪. وَأَطِعْ وَالِدَيْكَ، وَإِنْ أَمَرَاكَ أَنْ تَخْرُجَ مِنْ دُنْيَاكَ فَاخْرُجْ لَهُمَا،
তোমার বাবা-মায়ের আনুগত্য করবে, তারা যদি তোমাকে দুনিয়া ছাড়তেও আদেশ করেন তবে তাই করবে।
৫. وَلاَ تُنَازِعَنَّ وُلاَةَ الأَمْرِ وَإِنْ رَأَيْتَ أَنَّكَ أَنْتَ،
শাসকদের সাথে বিবাদে জড়াবে না, যদিও দেখো যে, তুমিই তুমি।
৬. وَلاَ تَفْرُرْ مِنَ الزَّحْفِ، وَإِنْ هَلَكْتَ وَفَرَّ أَصْحَابُكَ،
যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করো না, যদিও তুমি ধ্বংস হও এবং তোমার সঙ্গীরা পলায়ন করে।
৭. وَأَنْفِقْ مِنْ طَوْلِكَ عَلَى أَهْلِكَ،
তোমার সামর্থ্য অনুসারে পরিবারের জন্য ব্যয় করো।
৮. وَلاَ تَرْفَعْ عَصَاكَ عَنْ أَهْلِكَ،
তোমার পরিবারের উপর থেকে লাঠি তুলে রাখবে না এবং
৯. وَأَخِفْهُمْ فِي اللهِ عَزَّ وَجَلَّ
তাদের মধ্যে মহামহিম আল্লাহর ভয় জাগ্রত রাখবে।’ (আদাবুল মুফরাদ ১৮)
সুতরাং মুমিন মুসলমানের উচিত, উল্লেখিত অসিয়তগুলো যথাযথভাবে মেনে চলা। হাদিসের ওপর যথাযথ আমল করা। এ কাজগুলো করা যাবে না- শিরক, নামাজ ত্যাগ, মদ্যপান, বাবা-মায়ের অবাধ্যতা, দায়িত্বশীলের সঙ্গে বিবাদে জড়ানো, পরিবারের জন্য ব্যয় করা এবং আল্লাহকে ভয় করা থেকে বিরত থাকা যাবে না।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসে উল্লেখিত নয়টি অসিয়ত যথাযথভাবে পালন করার তাওফিক দান করুন। আমিন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।