প্রকাশ: ৫ জুলাই ২০২৫, ২১:৪৬
কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুরে অবস্থিত ‘বাদল ফুডস অ্যান্ড বেভারেজ’ কারখানায় অনুমোদনহীন এবং ভেজাল শিশুখাদ্য উৎপাদনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে। শনিবার (৫ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেন উপজেলা প্রশাসন, বিএসটিআই এবং মুরাদনগর থানা পুলিশের একটি টিম। অভিযানে ইউপি চেয়ারম্যান ভিপি জাকিরও উপস্থিত ছিলেন।