‘ফ্যাসিবাদের দোসররা ক্ষমাপ্রার্থনা ছাড়াই পুনর্বাসিত হচ্ছে’– মারুফ কামাল খান

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: শনিবার ১১ই জানুয়ারী ২০২৫ ০৩:০৮ অপরাহ্ন
‘ফ্যাসিবাদের দোসররা ক্ষমাপ্রার্থনা ছাড়াই পুনর্বাসিত হচ্ছে’– মারুফ কামাল খান

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব সাংবাদিক মারুফ কামাল খান তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি দীর্ঘ পোস্টে হাসিনা সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, হাসিনার ফ্যাসিস্ট রেজিম এতকাল টিকে ছিল কীভাবে এবং তার পরাজিত দোসররা এখনও কোন শাস্তির সম্মুখীন হয় না। 


মারুফ কামাল খান তার পোস্টে উল্লেখ করেন, “হাসিনার ফ্যাসিস্ট রেজিম এতোকাল টিকে ছিল কিছু লোভী, দুর্বৃত্ত ও লুটেরা কুলোকের সহযোগিতায়। তারা সরকারি চাকুরে, বিচারক, অলিগার্ক, সাংবাদিক এবং বিভিন্ন পেশায় ছিল। ফ্যাসিবাদের নানা জুলুম, দখল, দলীয়করণ ও লুটপাটে তারা সহযোগিতা করেছে।” 


তিনি আরও বলেন, “হাসিনার দুঃশাসন টিকিয়ে রাখতে তারা শেষদিন পর্যন্ত চেষ্টা চালিয়েছে, তবে দেশের ঐক্য ও সাহসী জনতার শক্তির কাছে হাসিনা পরাজিত হয়েছে।” 


মারুফ কামাল খান জানান, পরাজিত ফ্যাসিবাদের দোসররা এখন শাস্তি না পেয়ে পুনর্বাসিত হচ্ছে, যা অত্যন্ত অস্বাভাবিক। তিনি এই প্রসঙ্গে আরও বলেন, “ফ্যাসিবাদের দোসরদের মধ্যে অনুশোচনা ও ক্ষমাপ্রার্থনা ছাড়া তারা পুনর্বাসিত হচ্ছে, যা আমাদের জন্য দুর্ভাগ্যজনক।”


তিনি তার পোস্টে এমন মন্তব্য করেন, “বাংলাদেশেই পরাজিত ফ্যাসিবাদের দোসররা কোনো শাস্তি ছাড়াই ফিরে এসেছে এবং আবারও তাদের ভূমিকায় কোনো অন্যায় ছিল না বলে দাবি করছে। এরা তো নিজেদের দোসরের গর্দিশ ও পাপের প্রায়শ্চিত্ত করতে পারে না।”


এই বক্তব্যের মাধ্যমে তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং এর সঙ্গে সম্পর্কিত ফ্যাসিবাদের পরাজিত শক্তির পুনর্বাসনের বিষয়ে তীব্র সমালোচনা করেন।