প্রকাশ: ১৫ মে ২০২৫, ২০:৩৬
বিদেশে পালানোর চেষ্টাকালে বিএনপির বহিষ্কৃত নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। থাইল্যান্ডগামী ফ্লাইটে ওঠার আগমুহূর্তে বৃহস্পতিবার (১৫ মে) সকালবেলা তাকে আটক করা হয়। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশের হেফাজতে রয়েছেন বলে জানা গেছে।
আটক রিয়াদ মোহাম্মদ চৌধুরী ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। সম্প্রতি দলের শৃঙ্খলা ভঙের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকায় দলে তার অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছিল।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, রিয়াদকে আটক করে নারায়ণগঞ্জে আনা হচ্ছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি নিশ্চিত করেন।
বহিষ্কারের বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, রিয়াদের বিরুদ্ধে গুরুতর অভিযোগের ভিত্তিতে দলীয় সিদ্ধান্তে বহিষ্কার করা হয়েছে। দলের শৃঙ্খলা বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়া এক অডিও ফোনালাপে রিয়াদকে চাঁদা দাবির অভিযোগে একজন ব্যবসায়ীকে হুমকি দিতে শোনা যায়। এমন কর্মকাণ্ড দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। এজন্যই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
সম্প্রতি ফেসবুকে ভাইরাল হওয়া অডিও ক্লিপে নারায়ণগঞ্জের ব্যবসায়ী আজাদ হোসেনের কাছে চাঁদা দাবি করতে শোনা যায় একজনকে। সেখানে বলা হয়, চাঁদা না দিলে তার ফ্যাক্টরি পুড়িয়ে দেওয়া হবে। তদন্তে উঠে আসে, এই কণ্ঠ রিয়াদের বলে অভিযোগ রয়েছে।
এই ঘটনাকে ঘিরে নারায়ণগঞ্জে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক আলোচনা চলছে। দলীয় পরিচয় ব্যবহার করে কোনো ব্যক্তি অপরাধে জড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাই বলছেন বিএনপির নেতারা।
রিয়াদ বর্তমানে পুলিশের হেফাজতে থাকলেও তার বিরুদ্ধে চাঁদাবাজি, হুমকি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তদন্ত চলছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সুষ্ঠু তদন্ত শেষে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।