কুমিল্লার দেবীদ্বারে ৫ মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৭মে) মধ্যেরাতে অভিযান চালিয়ে উপজেলার ভানী ইউনিয়নের আসাদনগর তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। আটক মাদক মামলার আসামি মোঃ জাভেদ (৩০) আসাদনগর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
পুলিশ জানায়, আটক জাভেদ(৩০) এর বিরুদ্ধে কোতয়ালী, চান্দিনা, দাউদকান্দি ও দেবীদ্বারসহ বিভিন্ন থানায় ৫টি মাদক মামলা রয়েছে। সে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। শনিবার মধ্যে রাতে অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, জেলার বিভিন্ন থানায় ৫টি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি জাভেদকে গ্রেফতার করে পুলিশ। দুপুরে তাকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।