প্রকাশ: ১৬ মে ২০২৫, ২১:৩৪
কাশ্মীরের পেহেলগাম হামলাকে কেন্দ্র করে দীর্ঘ ১৯ দিনের টানটান উত্তেজনা পেরিয়ে অবশেষে যুদ্ধবিরতিতে পৌঁছেছে ভারত-পাকিস্তান। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ১০ মে সংঘাত বন্ধে রাজি হয় উভয় দেশ। যদিও যুদ্ধের এই বিরতিকে কেন্দ্র করে দুই দেশই নিজেদের বিজয়ী দাবি করছে, তবে বিশ্লেষকদের মতে, দিল্লিকে মুখ রক্ষা করতেই চাপের মুখে যুদ্ধ থামাতে বাধ্য করেছে ওয়াশিংটন।
এই পটভূমিতেই চাঞ্চল্যকর দাবি তুলেছেন পাকিস্তানের সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ। ১৬ মে করাচিতে সিন্ধু পরিষদের ফ্লোরে বক্তব্য রাখার সময় তিনি বলেন, সাম্প্রতিক সংঘর্ষে মাত্র তিন ঘণ্টার মধ্যেই ভারতীয় বাহিনীকে পিছু হটতে বাধ্য করা হয়েছিল। তিনি আরও বলেন, ১০ মে রাতে পাকিস্তান ‘অপারেশন বুনিয়ান-উম-মারসুস’ চালু করে এবং ২৬টি ভারতীয় স্থাপনার ওপর আঘাত হানে।
মুরাদ আলী শাহ জানান, অভিযানের ঠিক পরপরই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফোনে পাকিস্তানকে জানান, ভারত যুদ্ধ বন্ধে আগ্রহী। তিনি বলেন, ভারতীয় আগ্রাসনে সিন্ধুতে এক বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর পাকিস্তান জবাব দিতে প্রস্তুতি নেয় এবং মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা হামলা চালায়।
সিন্ধুর মুখ্যমন্ত্রীর দাবি অনুযায়ী, পাকিস্তান ৮৫টি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে এবং ভারতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি করেছে। যদিও এই দাবি স্বতন্ত্রভাবে যাচাই করা যায়নি, তবুও ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এখন পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।
এর আগে, ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। ভারত সরাসরি পাকিস্তানকে দোষারোপ করে প্রতিশোধমূলক পদক্ষেপ গ্রহণ করে। ৬ মে মধ্যরাতে ‘অপারেশন সিন্দুর’ নাম দিয়ে আজাদ কাশ্মিরে একযোগে হামলা চালায় ভারত।
পাল্টা জবাব হিসেবে পাকিস্তান ১১টি ভারতীয় সামরিক স্থাপনার ওপর ফাতাহ-১ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালায় বলে দাবি করে ইসলামাবাদ।
পারমাণবিক শক্তিধর দুই দেশের এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ১০ মে বিকেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে যুদ্ধবিরতির আনুষ্ঠানিক ঘোষণা দেন, যার মাধ্যমে আপাতত স্বস্তি ফিরেছে উপমহাদেশে।