প্রকাশ: ১৭ মে ২০২৫, ১৬:৩৭
বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার দিবাগত গভীর রাতে রাজধানীর নিজ বাসা থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।
তিনি জানান, গ্রেপ্তারের পর জেবুন্নেছাকে বর্তমানে ডিবির হেফাজতে রাখা হয়েছে। আটকের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো না হলেও বরিশালে দায়ের হওয়া পুরনো মামলার সূত্র ধরেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
জেবুন্নেছার ঘনিষ্ঠজন, প্রয়াত মেয়র শওকত হোসেন হিরণের সাবেক এপিএস ও পারিবারিক বন্ধু অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম বলেন, শুক্রবার গভীর রাতে ঢাকার বাসা থেকে হঠাৎ করে তাকে ডিবি পুলিশ আটক করে। পরিবার ও ঘনিষ্ঠ মহল এ খবরে উদ্বিগ্ন ও বিস্মিত।
সূত্র জানায়, ২০২৩ সালের ৫ আগস্টের পর বরিশালে সংঘটিত কয়েকটি ঘটনার পরিপ্রেক্ষিতে একাধিক মামলা হয়, যেখানে জেবুন্নেছার নাম আসামি হিসেবে উল্লেখ রয়েছে। এসব মামলার তদন্ত চলমান থাকলেও হঠাৎ করে তাকে গ্রেপ্তার করায় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে।
উল্লেখ্য, জেবুন্নেছা আফরোজের স্বামী শওকত হোসেন হিরণ ২০১৪ সালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর বরিশাল-৫ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়ে জেবুন্নেছা সংসদ সদস্য নির্বাচিত হন এবং দায়িত্ব পালন করেন।
দীর্ঘদিন ধরেই বরিশালের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে আসছেন জেবুন্নেছা। তবে সাম্প্রতিক সময়ে তিনি রাজনৈতিকভাবে কিছুটা নিষ্ক্রিয় ছিলেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
তার গ্রেপ্তারের ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচিত হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের অভ্যন্তরীণ সমীকরণ ও চাপের প্রেক্ষাপটেই এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়ে থাকতে পারে।
ডিবি সূত্র বলছে, তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং প্রয়োজনে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। এদিকে জেবুন্নেছার পরিবার ও সমর্থকরা তার মুক্তির দাবি জানিয়েছেন।