রাজবাড়ীর গোয়ালন্দে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় পৌর আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (১২ মে) রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জামিনের শুনানি শেষে গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জল (৪৭) ও পৌর যুবলীগের সভাপতি শেখ সোহেল (৪৪)-কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঘটনার সূত্রপাত ২০২৩ সালের ৪ আগস্ট, গোয়ালন্দ রেলগেট এলাকায়। ওইদিন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ কর্মসূচি চলাকালে ছাত্রদের ওপর হামলা চালায় স্থানীয় আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এতে আন্দোলনের একাধিক সদস্য আহত হন। ঘটনার চার মাস পর, ১০ ডিসেম্বর রাজবাড়ী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র শরীফুল ইসলাম বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন। মামলায় ৫৯ জনের নাম উল্লেখ করা হয়, আর অজ্ঞাতনামা ৩০০-৪০০ জনকে আসামি করা হয়।
আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন, তবে সেই জামিনের মেয়াদ শেষ হলে সোমবার তারা নিম্ন আদালতে হাজির হয়ে নতুন করে জামিনের আবেদন করেন।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. আব্দুর রাজ্জাক বলেন, “আসামিরা হাইকোর্টের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় তারা নিম্ন আদালতে আবেদন করেন। বিচারক আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।”
ঘটনার পর এলাকায় রাজনৈতিক উত্তেজনা বাড়লেও বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।