প্রকাশ: ১১ মে ২০২৫, ২১:৩৪
কুমিল্লার দেবীদ্বার উপজেলায় হত্যা মামলার আসামি রাসেলের বাড়ি ও তার চাচাতো ভাই সেনা সদস্য সাইফুল ইসলামের বাড়িতে বিক্ষুব্ধ জনতা হামলা চালিয়েছে। শুক্রবার (৯ মে) জুম্মার নামাজের পর উপজেলার ভানী ইউনিয়নের ভানী আন্দিরপাড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট, মারধর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।