প্রকাশ: ১৭ মে ২০২৫, ১৬:২৭
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের প্রতিটি প্রবেশপথে শনিবার সকাল থেকেই তালা ঝুলে থাকতে দেখা গেছে। অভিযোগ উঠেছে, মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব না দেওয়ার প্রতিবাদে ‘ঢাকাবাসী’ ব্যানারে ইশরাকের সমর্থকরা এই পদক্ষেপ নিয়েছেন। এর ফলে নগর ভবনের সব ধরনের কার্যক্রম অচল হয়ে গেছে এবং নাগরিক সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
সকাল ৯টার দিকে প্রতিবাদকারীরা নগর ভবনের সব ফটকে তালা ঝুলিয়ে দেন। তাদের দাবি, মোট ৬৫টি তালা লাগানো হয়েছে যাতে নগর ভবনে প্রবেশ বা বাহির হওয়া সম্ভব না হয়। এই পদক্ষেপে নগরবাসী যেমন ভোগান্তিতে পড়েছে, তেমনি ভেঙে পড়েছে করপোরেশনের দৈনন্দিন কার্যক্রমও।
বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, ইশরাক হোসেনকে মেয়র হিসেবে গেজেট প্রকাশের পরেও শপথ অনুষ্ঠান না করিয়ে প্রশাসন জনগণের রায়ের প্রতি অবজ্ঞা করেছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সচিবদের ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে তারা আরও জানান, এই অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়া হবে।
এর আগেও গত বৃহস্পতিবার একইভাবে নগর ভবনের ফটকে তালা লাগিয়ে তারা অবস্থান কর্মসূচি পালন করেন। শনিবার সকালে পুনরায় আন্দোলনে নেমে বেলা ১১টা পর্যন্ত তারা স্লোগান ও বিক্ষোভ চালিয়ে যান এবং সচিবালয়ের দিকে মিছিল নিয়ে এগিয়ে যান। তবে পুলিশের ব্যারিকেডের মুখে সেখানেই থেমে যেতে হয় তাদের।
দিনভর চলা আন্দোলনের শেষ পর্যায়ে দুপুর দেড়টার দিকে তারা রোববার আরও বৃহৎ কর্মসূচির ঘোষণা দেন। এই সময় উপস্থিত ছিলেন সাবেক জ্যেষ্ঠ সচিব মশিউর রহমান। তিনি বলেন, “শপথ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবেই।”
প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশনায় নির্বাচন কমিশন গত ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করে। কিন্তু এখনও তার শপথ অনুষ্ঠানের কোনো তারিখ নির্ধারণ করা হয়নি।
স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্প্রতি আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে জানতে চেয়েছে, ইশরাকের দায়িত্ব গ্রহণে কোনো আইনি জটিলতা আছে কিনা। এ নিয়ে স্পষ্ট সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন জারি থাকবে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা।