প্রকাশ: ১৮ মে ২০২৫, ২১:১৭
রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে রুপল শেখ ওরফে শাহিন শেখ (২৭) হত্যার বিচার দাবিতে আয়োজিত মানববন্ধনের পর সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (১৮ মে) বিকেল ৪টার দিকে রাজাপুর ব্রিজে মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত শামসুদ্দিন বিশ্বাসের বাড়িতে হামলা চালায়। হামলা ঠেকাতে গিয়ে রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির হোসেন আহত হন।