প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১০:৫৫
সম্প্রতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় তেহরানের পারমাণবিক স্থাপনাগুলোর বড় ধরনের ক্ষতি হওয়ার পরও ইউরেনিয়াম মজুদ থেকে সরে আসবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি জানান, হামলার কারণে বর্তমানে পারমাণবিক প্রকল্পের কাজ বন্ধ রয়েছে। তবে ইউরেনিয়াম মজুদ দেশের জন্য গর্বের বিষয় এবং এটি ইরানি বিজ্ঞানীদের কঠোর পরিশ্রমের ফল।
সোমবার ফক্স নিউজকে দেয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। ফক্স নিউজ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সংবাদমাধ্যম হিসেবে পরিচিত। আরাগচি বলেন, তেহরান সব সময়ই শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির পক্ষে এবং কখনোই পারমাণবিক অস্ত্র তৈরির পথে হাঁটবে না।
তিনি আরও বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহী, তবে তা সরাসরি নয়। যদি যুক্তরাষ্ট্র সমতাভিত্তিক সমাধানের পথে এগিয়ে আসে, তেহরানও আলোচনায় বসতে প্রস্তুত থাকবে। তার মতে, সম্মানের ভিত্তিতে যে কোনো আলোচনার দরজা ইরানের জন্য খোলা।
আরাগচি স্পষ্ট করে দেন, ইরানের পারমাণবিক কর্মসূচি কেবলমাত্র বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসা ও গবেষণার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। আন্তর্জাতিক পর্যায়ে নিরাপত্তা ও বিশ্বাস বজায় রাখার জন্য তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার।
সাক্ষাৎকারে ইরানের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, অতীতেও আমরা আলোচনায় অংশ নিয়েছি, ভবিষ্যতেও সমান আগ্রহ নিয়ে আলোচনা করতে চাই। তবে চাপ সৃষ্টি করে কোনো সমাধান সম্ভব নয়, বরং সম্মানের ভিত্তিতে সমাধান খুঁজতেই ইরান প্রস্তুত।
তেহরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার পেছনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হাত থাকার কথা জানালেও সরাসরি কোনো প্রতিশোধমূলক হুমকি দেননি আরাগচি। বরং তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান, যেন এ ধরনের হামলার নিন্দা জানানো হয়।
সাক্ষাৎকারের শেষাংশে তিনি আবারও বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তেহরানের বৈজ্ঞানিক উন্নয়নের প্রতীক এবং এটি কখনও বন্ধ হবে না। তবে পারমাণবিক কর্মসূচিকে ঘিরে সংঘাত নয়, বরং আলোচনার মাধ্যমে পথ খুঁজতে চায় ইরান।