প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১৬:৮
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার পর নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল এই তথ্য জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান পরিচালনা বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হবে।
উত্তরায় মাইলস্টোন ক্যাম্পাসে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শিক্ষার্থীদের পক্ষ থেকে ছয় দফা দাবি তুলে ধরা হলে উপদেষ্টারা তা যৌক্তিক বলে মেনে নেন এবং তা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।
আলোচনায় জানানো হয়, দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের তথ্য সম্বলিত একটি তথ্যকেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে প্রতিনিয়ত তথ্য হালনাগাদ হচ্ছে এবং কেউ নিখোঁজ থাকলে তার তথ্য জানানো হচ্ছে। সেইসঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও ট্রমা ব্যবস্থাপনা সেবা চালু করা হয়েছে।
সাম্প্রতিক ঘটনায় সেনাসদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ নিয়ে আলোচনায় আসে অভিযোগের বিষয়টি। আইন উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের ওপর সেনাসদস্যদের মারধরের ঘটনায় সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং উপযুক্ত ব্যবস্থা নিতে সেনা কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভবিষ্যতে জনবহুল এলাকায় কোনো প্রশিক্ষণ বিমান না চালানোর জন্য বিমান বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। এই নির্দেশনা বাস্তবায়ন হলে রাজধানীসহ অন্যান্য ঘনবসতিপূর্ণ এলাকায় এমন দুর্ঘটনার আশঙ্কা অনেকটাই কমে আসবে।
শিক্ষার্থীদের উদ্বেগ দূর করতে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার জানান, ২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষার তারিখ পরিবর্তন সংক্রান্ত সিদ্ধান্ত নিয়মিত পরীক্ষা শেষে ঘোষণা করা হবে, যাতে শিক্ষার্থীরা প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পায়।
উল্লেখ্য, সোমবার দুপুরে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমান বাহিনীর একটি এফ-সেভেন বিজিআই যুদ্ধবিমান মাইলস্টোন স্কুলের ভবনে বিধ্বস্ত হয়ে যায়। এতে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামসহ এ পর্যন্ত ২৭ জন প্রাণ হারিয়েছেন এবং বহু শিক্ষার্থী-শিক্ষক আহত হয়েছেন।