প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১৮:৪৪
কোনো ট্যাগ পাওয়া যায়নি
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের সরাপপুর গ্রামের আমজাদ মাস্টারের বাড়ি থেকে হাবিব ই আলম হবির বাড়ি পর্যন্ত মাত্র ৭০ থেকে ৮০ ফুট দৈর্ঘ্যের একটি রাস্তার করুণ অবস্থার কারণে হাজারো মানুষের জীবনযাত্রা চরম দুর্ভোগে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ, সামান্য এই অংশটির সংস্কার না করায় স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী ছাত্রছাত্রী, শিক্ষক, অফিসগামী মানুষ থেকে শুরু করে সাধারণ
পথচারীরা প্রতিদিন চরম ভোগান্তি পোহাচ্ছেন। যানবাহন চলাচল একেবারে বন্ধ হয়ে যাওয়ায় পরিবহন ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন, পাশাপাশি মৎস্যচাষি ও কৃষকরা তাদের উৎপাদিত পণ্য বাজারে পৌঁছাতে না পারায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ব্যবসায়ীরাও পণ্য আমদানি-রপ্তানি করতে না পেরে ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হচ্ছেন। এই রাস্তাটির আশপাশে রয়েছে একটি দাখিল মাদ্রাসা, একটি হাফেজি মাদ্রাসা,
একটি কমিউনিটি ক্লিনিক, ঈদগাহ মাঠ ও একটি কবরস্থান, যা গ্রামের মাঝখানে অবস্থিত এবং প্রতিদিন অসংখ্য মানুষ এসব স্থানে যাতায়াত করেন। তবে সব দিক থেকেই কাদাযুক্ত ও ভাঙাচোরা রাস্তায় তাদের চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে রাস্তাটি আরও বেশি কর্দমাক্ত হয়ে উঠেছে, ফলে মুমূর্ষু রোগী বহনে অ্যাম্বুলেন্সও প্রবেশ করতে পারছে না। এলাকাবাসী জানান, এত অল্প দৈর্ঘ্যের রাস্তাটির অবস্থা
বছরের পর বছর এমনই রয়েছে, অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিচ্ছে না। তারা বলেন, এটি একটি ইউনিয়নের প্রাণকেন্দ্র হলেও জনপ্রতিনিধিরা বারবার আশ্বাস দিয়ে থেমে গেছেন। এই অবস্থায় তারা অবিলম্বে এই রাস্তাটি সংস্কারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। স্থানীয় সচেতন মহল মনে করেন, একটি
এত সংক্ষিপ্ত দৈর্ঘ্যের রাস্তা সংস্কারে ব্যয় সামান্য হলেও এর সুফল পাবে কয়েক হাজার মানুষ। তাই মানবিক ও বাস্তবিক দিক বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ এখন এলাকাবাসীর একমাত্র প্রত্যাশা। জনদুর্ভোগ লাঘবে স্বল্প দৈর্ঘ্যের এই রাস্তাটি দ্রুত সংস্কার করলে শিক্ষার্থী, কৃষক, সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা স্বস্তি ফিরে পাবেন এবং আবারো সচল হবে গ্রামের স্বাভাবিক জীবনযাত্রা।