প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১৮:৩৩
রাজবাড়ীর গোয়ালন্দে একযোগে চারটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক দপ্তরের দায়িত্ব কাঁধে নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান। ৩৫তম বিসিএস ক্যাডার এই কর্মকর্তা বর্তমানে ইউএনও ছাড়াও উপজেলা পরিষদের প্রশাসক, গোয়ালন্দ পৌরসভার প্রশাসক এবং সহকারী কমিশনার (ভূমি) হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।
২০২৪ সালের ডিসেম্বর মাসে গোয়ালন্দে যোগদানের পর থেকেই নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে চলেছেন তিনি। সরকার পতনের পর উপজেলা ও পৌরসভার নির্বাচিত জনপ্রতিনিধিদের অপসারণের ফলে প্রশাসনের দায়িত্ব চলে আসে তার হাতে। পাশাপাশি সহকারী কমিশনার (ভূমি) প্রশিক্ষণে চলে যাওয়ায় সেই দপ্তরের দায়িত্বও তিনি সামলাচ্ছেন।
অফিসগুলো কাছাকাছি হওয়ায় দিনে একাধিক দপ্তরে সময় দেন ইউএনও, যাতে সাধারণ মানুষ সহজেই সেবা পেতে পারেন। তিনি সপ্তাহে কয়েক দিন পৌরসভা ও ভূমি অফিসে বসেন এবং সন্ধ্যা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ নানা প্রশাসনিক কার্যক্রমে যুক্ত থাকেন।
এর বাইরেও তিনি উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের সভাপতির দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তার সরাসরি হস্তক্ষেপে খেলাধুলার মাঠ সংরক্ষণ, বাঁশের সাঁকো মেরামত, রাসেল ভাইপার আতঙ্ক মোকাবিলায় গাম বুট বিতরণ এবং বৃক্ষরোপণের মতো সামাজিক উদ্যোগগুলো আলোচিত হয়েছে।
বিশেষভাবে উল্লেখযোগ্য হলো—তারুণ্য ২৪ গ্রন্থাগার উদ্বোধন ও উপজেলা শিল্পকলা একাডেমিতে নৃত্য প্রশিক্ষণ চালু। এসব কাজে সাধারণ মানুষ সন্তুষ্টি প্রকাশ করেছে। ইউএনও নাহিদুর রহমান জানান, চার দপ্তরের দায়িত্ব চাপের হলেও তিনি আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন এবং জনগণের কল্যাণে প্রশাসনিক সেবা নিশ্চিত করতে সচেষ্ট।
প্রশিক্ষণ শেষে সহকারী কমিশনার (ভূমি) যোগদান করলে কিছুটা দায়িত্ব কমবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। তার এই জনমুখী প্রশাসনিক উদ্যোগ এবং মানবিক মনোভাব গোয়ালন্দবাসীর আস্থার প্রতীক হয়ে উঠেছে। স্থানীয়রা বলছেন, একজন কর্মকর্তার সততা, পরিশ্রম ও জনসেবার দায়িত্ববোধ কেমন হওয়া উচিত, তার জীবন্ত উদাহরণ ইউএনও নাহিদুর রহমান।