প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১৮:৬
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সামাজিক সংস্থার (জাসাস) পৌর শাখার আহ্বায়ক কমিটির সদস্যসচিব জাহেদ আলীর বিরুদ্ধে চাঁদাবাজির গুরুতর অভিযোগ উঠেছে, যা একটি অডিও ক্লিপ ভাইরালের পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অভিযোগে বলা হয়েছে, শনিবার সকালে শহরের চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদারের বাসায় মব সৃষ্টি করে ৫০
হাজার টাকা আদায় করা হয়। শিক্ষক জহর তরফদার দাবি করেন, জাহেদ আলীর নেতৃত্বে পাঁচ-ছয়জন তার বাসায় প্রবেশ করে মামলার আসামি হওয়ার কথা তুলে হুমকি-ধামকি দেয় এবং চাঁদা দাবি করে। তার অসুস্থ মাকে নিয়ে উদ্বিগ্ন হয়ে তিনি এবং তার স্ত্রী মিলে ৫০ হাজার টাকা দিতে বাধ্য হন। অভিযুক্ত জাহেদ আলী এ অভিযোগ অস্বীকার করে জানান, তার কয়েকজন পরিচিত ব্যক্তি তাকে জানান যে জহর তরফদার
একাধিক মামলার আসামি হয়েও বাড়িতে অবস্থান করছেন, তিনি কেবল তা জানার জন্য বাড়ির সামনে গিয়েছিলেন এবং ভেতরে কী ঘটেছে সে বিষয়ে তিনি কিছু জানেন না। এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা জাসাস আহ্বায়ক জসিম মিয়া বলেন, তিনি ঘটনার বিষয়ে অবগত নন এবং ঘটনাস্থলে ছিলেন না। ফেসবুকে কিছু লেখালেখি দেখেছেন মাত্র। অন্যদিকে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানিয়েছেন,
তারা বিষয়টি সম্পর্কে অবগত আছেন, তবে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তিনি বলেন, কেউ মামলার আসামি হলেও তার বাড়িতে গিয়ে মব সৃষ্টি করে চাঁদাবাজি করাটা বেআইনি এবং যদি প্রমাণ মেলে, তাহলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় শ্রীমঙ্গল জুড়ে উদ্বেগ দেখা দিয়েছে এবং জাসাস নেতার ভূমিকায় প্রশ্ন উঠেছে। শিক্ষক সমাজসহ সচেতন মহল ঘটনার পূর্ণ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছে। ভাইরাল অডিওটি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং স্থানীয় রাজনীতিতে উত্তেজনা সৃষ্টি করেছে। পুরো ঘটনাটি তদন্তসাপেক্ষে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।