রাতেই প্রকাশ হচ্ছে বৃত্তি পরীক্ষার সংশোধিত ফল

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার ১লা মার্চ ২০২৩ ১০:২৬ অপরাহ্ন
রাতেই প্রকাশ হচ্ছে বৃত্তি পরীক্ষার সংশোধিত ফল

কারিগরি ত্রুটির কারণে স্থগিত হওয়া ২০২২ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল সংশোধনের কাজ শেষ হয়েছে। ফলে আজ বুধবার (১ মার্চ) রাতের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।


প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত ১২টার মধ্যেই প্রাথমিক বৃত্তির সংশোধিত ফল প্রকাশ করা হবে।


এর আগে গতকাল মঙ্গলবার প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের চার ঘণ্টা পর স্থগিত করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এর আগে গতকাল দুপুর ১টায় ফল প্রকাশ করা হয়। পরে বিকেল পৌনে ৫টায় সব ডিপিইওদের (জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা) ই-মেইল পাঠিয়ে ফল স্থগিত করে সংস্থাটি।