বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার আয়োজনে দীর্ঘদিন পর পাঁচ দিনব্যাপী নববর্ষ প্রকাশনা উৎসব-২০২৫ শুরু হয়েছে। উৎসবটি সোমবার (১৩ জানুয়ারি) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ঝাল চত্বরে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এবং এটি চলবে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উৎসবস্থলে বিভিন্ন প্রকাশনা স্টল খোলা থাকবে।
সরেজমিনে দেখা যায়, ঝাল চত্বরে কাপড়ের ছাউনির নিচে স্টলগুলো সাজানো হয়েছে। প্রতিটি স্টলে বই, ডায়েরি, ক্যালেন্ডার, ইয়ার প্ল্যানার, চাবির রিং, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদর্শিত ও বিক্রি করা হচ্ছে। শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে তাদের পছন্দ অনুযায়ী প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করছেন।
প্রকাশনা উৎসব সম্পর্কে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, "উৎসবের উদ্দেশ্য হলো একজন ছাত্রশিবির কর্মী কী পড়াশোনা করে তা সবার সামনে উন্মুক্ত করা। আমরা আমাদের কর্মীদের পড়ার জন্য নির্ধারিত সিলেবাসটি প্রদর্শন করেছি। শিক্ষার্থীরা নিজেরাই সিদ্ধান্ত নিক আমরা আসলে কী ধরনের বই অনুসরণ করি—জঙ্গিবাদী নাকি দেশপ্রেমিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার উপযোগী।"
তিনি আরও জানান, "আমাদের প্রকাশনাগুলোতে কুরআন-হাদিসের বাণী এবং বিখ্যাত ব্যক্তিদের উক্তি উল্লেখ থাকে। এটি শিক্ষার্থীদের মধ্যে ইসলামি মূল্যবোধ জাগ্রত করে। এছাড়া আমরা শিক্ষার্থীদের জন্য বাৎসরিক বৃত্তির ব্যবস্থাও করব। ভবিষ্যতে সাইন্স ফেস্ট কিংবা বিষয়ভিত্তিক কার্যক্রম আয়োজনের পরিকল্পনা রয়েছে।"
উৎসব উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তারা প্রকাশনাগুলো থেকে প্রয়োজনীয় উপকরণ সংগ্রহের পাশাপাশি উৎসবের পরিবেশ উপভোগ করছেন।
ছাত্রশিবিরের এই আয়োজন সম্পর্কে এক শিক্ষার্থী বলেন, "উৎসবটি শিক্ষার্থীদের জন্য ইতিবাচক। এখানে অনেক প্রয়োজনীয় সামগ্রী পাওয়া যাচ্ছে এবং ইসলামি মূল্যবোধে সমৃদ্ধ কিছু প্রকাশনা সংগ্রহের সুযোগ হয়েছে।"
উল্লেখ্য, এই ধরনের উৎসব শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানচর্চা এবং নৈতিক মূল্যবোধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।