কোটচাঁদপুর সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজের সাবেক অধ্যক্ষ অনুতোষ কুমারের বিরুদ্ধে দুর্নীতি, তহবিল তছরুপ এবং ভুয়া ভাউচার তৈরির অভিযোগে ঝিনাইদহে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দায়িত্বগ্রহণের পর থেকেই তার আয়-ব্যয়ের অস্বাভাবিক পরিবর্তন এবং নামে-বেনামে সম্পত্তি অর্জনের বিষয়টি প্রকাশ্যে আসছে।
অভিযোগ রয়েছে, অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই অনুতোষ কুমার সরকারি ফান্ডের অর্থ আত্মসাৎ করে বিপুল সম্পত্তি অর্জন করেছেন। তার বিরুদ্ধে বৈদ্যুতিক বাল্ব, বিজ্ঞানাগারের সরঞ্জাম, আসবাবপত্রসহ বিভিন্ন ক্রয় খাতে ভুয়া ভাউচার তৈরির মাধ্যমে তহবিল তছরুপের অভিযোগ উঠেছে।
স্থানীয় অভিভাবক শামসুল আলম জানান, ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত অনুতোষ কুমার কোটচাঁদপুর কলেজে দায়িত্ব পালনকালে বিজ্ঞানাগারের সরঞ্জাম, কম্পিউটার মেরামত, গ্রন্থাগারের বইপত্র এবং মনোহরি সামগ্রী কেনার নামে বিপুল অর্থ আত্মসাৎ করেন। বাজারে ৫০ টাকার বৈদ্যুতিক বাল্ব ৭৫০ টাকা দেখিয়ে ক্রয়ের ভাউচার তৈরি করেন তিনি।
এছাড়া, করোনাকালে শিক্ষা সফর না করেও শিক্ষার্থীদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় এবং তা আত্মসাতের অভিযোগ উঠেছে। কলেজের রোভার স্কাউটস কার্যক্রম না থাকা সত্ত্বেও রোভার মুটের জন্য ফান্ড থেকে অর্থ উত্তোলন করা হয়েছে। এমনকি নিম্নমানের কেরাম বোর্ড কিনতে দেখিয়ে ৬০ হাজার টাকা, মুজিব বর্ষে মাত্র দুইটি গাছ লাগিয়ে ৩০ হাজার টাকা আত্মসাৎ করেছেন।
সরকারি তহবিল লুটের মাধ্যমে ঝিনাইদহ শহরের চাকলাপাড়ায় প্লট, মোদনমহন পাড়ায় বহুতল ফ্ল্যাট এবং একাধিক সম্পত্তির মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে। যদিও তিনি এসব সম্পত্তি পৈত্রিক সম্পত্তি বিক্রির মাধ্যমে অর্জন করেছেন বলে দাবি করেন।
অধ্যক্ষ অনুতোষের বিরুদ্ধে শিক্ষামন্ত্রকের অডিটে দুর্নীতির প্রমাণ মিললেও ৭ লাখ টাকার উৎকোচের মাধ্যমে অভিযোগ মেটানোর কথাও স্থানীয়রা উল্লেখ করেছেন।
অধ্যক্ষ অনুতোষ কুমার তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, “সব অভিযোগ মিথ্যা ও বানোয়াট। একটি মহল আমাকে হেয় করার জন্য এসব করছে।” তবে তার সম্পত্তির বিষয়ে তিনি স্বীকার করেছেন, শহরে তার ফ্ল্যাট ও প্লট রয়েছে।
এদিকে, অভিযোগের বিষয়ে এখনো কোনো কার্যকর তদন্ত শুরু না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে। তারা দুর্নীতির সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিচার দাবি করেছেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।