বাংলাদেশ-ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে ভারতের সেনাপ্রধানের মন্তব্য

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: সোমবার ১৩ই জানুয়ারী ২০২৫ ০৭:০৩ অপরাহ্ন
বাংলাদেশ-ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে ভারতের সেনাপ্রধানের মন্তব্য

ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, বাংলাদেশ-ভারত সীমান্ত পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক নয়। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে প্রতিদিনই উত্তেজনা তৈরি হচ্ছে। তবে তিনি মনে করিয়ে দিয়েছেন, বাংলাদেশ এবং ভারত একে অপরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ প্রতিবেশী। বৈরিতা উভয় দেশের জন্য ক্ষতিকর হবে।  


আজ সোমবার ভারতের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন। এ সময় জেনারেল দ্বিবেদী সীমান্ত পরিস্থিতি ছাড়াও চীন ও পাকিস্তানের সঙ্গে ভারতের সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের সেনাপ্রধানও ভারতকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, প্রতিবেশী হিসেবে দুই দেশের পারস্পরিক সহযোগিতা বজায় রাখা অত্যন্ত জরুরি।  


ভারতীয় সেনাপ্রধান আরও জানান, রাজনৈতিক পট পরিবর্তনের সময়েও বাংলাদেশি সেনা কর্মকর্তাদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল এবং তা এখনো অব্যাহত রয়েছে। তিনি বলেন, সামরিক ক্ষেত্রে সমন্বয় অব্যাহত থাকলেও কিছু যৌথ মহড়া সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি উন্নতি হলে এসব মহড়া পুনরায় চালু হবে।  


সীমান্ত পরিস্থিতি প্রসঙ্গে জেনারেল দ্বিবেদী বলেন, বাংলাদেশ অভিযোগ করেছে, সীমান্তের কয়েকটি স্থানে বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে যা দ্বিপাক্ষিক চুক্তির লঙ্ঘন। সীমান্ত পরিস্থিতি শান্ত রাখতে উভয় পক্ষকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তিনি।