চীনসহ পার্শ্ববর্তী দেশগুলোতে আতঙ্ক ছড়ানো হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) বাংলাদেশেও শনাক্ত হয়েছে। এই ভাইরাসের প্রভাব মোকাবিলায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বিশেষ সতর্কতা ও নির্দেশনা জারি করেছে।
সোমবার, বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম দেশের সব এয়ারলাইন্স ও বিমানবন্দর সংশ্লিষ্ট সকল পক্ষকে একটি চিঠির মাধ্যমে এই নির্দেশনার বিষয়টি জানান। চিঠিতে বলা হয়েছে, “সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার নির্দেশনা অনুযায়ী, বিমানবন্দর সংশ্লিষ্ট সবাইকে এইচএমপিভি বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে।”
বিমানবন্দর কর্তৃপক্ষের বিশেষ ওই নির্দেশনায় আরও বলা হয়েছে যে, আপাতত আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে যাত্রী, স্টাফ ও দর্শনার্থীদের সবাইকে মুখে মাস্ক পরিধান এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে উৎসাহিত করা হয়েছে।
এছাড়া, যদি বিমানবন্দরের কেউ জ্বর, কফ, শ্বাসকষ্টসহ এইচএমপিভির লক্ষণ অনুভব করেন, তবে তাকে তাৎক্ষণিকভাবে বিমানবন্দর কর্তৃপক্ষের হেলথ সার্ভিসে জানাতে হবে। বিশেষত, দেশি ও বিদেশি এয়ারলাইন্সগুলোকে তাদের নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকতে এবং এইচএমপিভি আক্রান্ত কোনো রোগী আসলে তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য কর্মকর্তাদের অবহিত করার নির্দেশ দেয়া হয়েছে।
ফ্লাইটে যদি কোনো যাত্রীর মধ্যে এইচএমপিভি আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা দেয়, তাহলে সে ক্ষেত্রে বিমানবন্দর কর্তৃপক্ষের স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশনা অনুসরণ করে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য এয়ারলাইন্সের ক্রু ও যাত্রীদের জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।