গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবে জামায়াতের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: সোমবার ১৩ই জানুয়ারী ২০২৫ ০৭:২৩ অপরাহ্ন
গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবে জামায়াতের উদ্বেগ

গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবে গভীর উদ্বেগ প্রকাশ করে গ্যাস সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, শিল্প খাতে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবে দেশের ব্যবসায়ী ও শিল্পপতিরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।  


তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার তাদের শাসনামলে ৭ বার গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে। সর্বশেষ ২০২৩ সালের জানুয়ারিতে ১৫০ ভাগেরও বেশি বাড়ানো হয়েছিল, যার কারণে শিল্পকারখানা রেশনিং পদ্ধতিতে পরিচালিত হয়। বর্তমানে দেশে বিদ্যমান গ্যাস সংকট মোকাবিলায় সম্ভাব্য গ্যাসক্ষেত্রে কূপ খনন এবং দ্রুত গ্যাস আমদানির পরামর্শ দেন তিনি।  


অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, মূল্যবৃদ্ধি করে সংকট সমাধান করা সম্ভব নয় বরং তা শিল্প ও অর্থনীতির ওপর আরও চাপ সৃষ্টি করবে। তাই সরকারের প্রতি তিনি গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব প্রত্যাহার করে সংকট সমাধানে কার্যকর উপায় বের করার আহ্বান জানান।