গোয়ালন্দে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন যারা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ১৪ই সেপ্টেম্বর ২০২২ ০৬:১০ অপরাহ্ন
গোয়ালন্দে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন যারা

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ এর উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষার উন্নয়নে বিশেষ অবদান রাখায় রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন শহরের ১নম্বর বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা আক্তার। শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যোৎসাহী সমাজ কর্মী বাছাইয়ে শ্রেষ্ঠ হয়েছেন একই বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য, সাংবাদিক এম রাশেদুল হক।


এছাড়া শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন ছোটভাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশিল কুমার রায়, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন দুদুখানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসরিন আক্তার ইতি, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন কেউটিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহাফুজুর রহমান মিলন। শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন কুশাহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম। শ্রেষ্ঠ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কেকেএস সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার।


এদের মধ্যে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ফরিদা আক্তার, সুশিল কুমার রায়, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নাসরিন আক্তার ও মাহাফুজুর রহমান চারজনই প্রথম আলো গোয়ালন্দ বন্ধুসভার সদস্য। এর আগেও প্রত্যেকে একাধিকবার উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। গোয়ালন্দ বন্ধুসভার পক্ষ থেকে তাঁদেরকে অভিনন্দন জানানো হয়।


মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে মৌখিক পরীক্ষা ও যাচাই বাছাই অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি হিসেবে ইউএনও মো. জাকির হোসেন, সদস্য সচিব প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেন, সদস্য সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আজিজুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আসাদুজ্জামান খান, উপজেলার ইউআরসি ইনষ্ট্রাক্টর মো. বজলুর রহমান, সাহাজ উদ্দিন মন্ডল ইনষ্টিটিউট এর প্রধান শিক্ষক আরিফা বেগম, উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ বাবর আলী উপস্থিত ছিলেন। আজ বুধবার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে এ ফলাফল জানানো হয়।


উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেন জানান, আগামীকাল বৃহস্পতিবার জেলা পর্যায়ে শিক্ষা পদকের জন্য প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে তালিকা প্রেরণ করা হবে। আগামী ১৮ থেকে ২০ সেপ্টেম্বর জেলা পর্যায়ে যাচাই বাছাই হওয়ার কথা রয়েছে বলে জানান তিনি।