বরিশালে চলতি আমন সংগ্রহ ২০২৪-২৫ এর লক্ষ্যমাত্রা ও অর্জন বিষয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে বরিশাল সার্কিট হাউসে এ সভার আয়োজন করা হয়। খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়া, বিভাগীয় কমিশনার, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক, কৃষি বিভাগের আঞ্চলিক নিয়ন্ত্রক, বরিশালের ছয় জেলার জেলা প্রশাসক ও জেলা খাদ্য নিয়ন্ত্রকরা সভায় অংশ নেন।
সভায় চলমান আমন সংগ্রহ অভিযান এবং লক্ষ্যমাত্রা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধান অতিথি আলী ইমাম মজুমদার বলেন, বরিশাল অঞ্চলে আমন সংগ্রহ সাধারণত একটু দেরিতে হয়। তবে এবারের সংগ্রহ অভিযান আশাব্যাঞ্জক। সংশ্লিষ্ট দপ্তরগুলো নির্ধারিত সময়সীমার মধ্যেই লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সংগ্রহের লক্ষ্যমাত্রা বাড়ানো হবে কিনা, এমন প্রশ্নে তিনি জানান, সরকারি গুদামের লক্ষ্যমাত্রা এখনই বাড়ানো হবে না, কারণ বাজারেও চালের চাহিদা রয়েছে। চাল আমদানির প্রভাব বাজারে পড়বে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমদানিকৃত চাল গুদামে মজুত করার জন্য নয়, বরং তা টিসিবি ও ওএমএস কার্যক্রমের মাধ্যমে সরাসরি ভোক্তা পর্যায়ে পৌঁছে দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, ফসলি মৌসুমে মফস্বলে ওএমএস কার্যক্রম সাময়িক স্থগিত থাকলেও এটি পুনরায় চালু করা হয়েছে। প্রতিদিন প্রতিটি উপজেলায় দুই মেট্রিক টন চাল ওএমএসের মাধ্যমে বিতরণ করা হচ্ছে। প্রয়োজনে এর পরিমাণ আরও বাড়ানো হবে।
আলী ইমাম মজুমদার বলেন, “বাজার থেকে খাদ্য সংগ্রহ কম হলে বাজারে চাপ হ্রাস পাবে। এতে বাজার আরও স্থিতিশীল হবে এবং সাধারণ মানুষ উপকৃত হবে।”
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।