মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নিয়োগ পাওয়া ৩ হাজার ২০৬ শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ২ হাজার ৫৭৯ জন স্কুলের এবং ৬২৭ জন কলেজের শিক্ষক রয়েছেন। এছাড়া ২ হাজার ৮৪২ জন শিক্ষক-কর্মচারীকে উচ্চতর স্কেল এবং ১৩০ জন স্কুল শিক্ষককে বিএড স্কেল দেওয়ার সিদ্ধান্তও নেয়া হয়েছে।
এ সিদ্ধান্তটি জানুয়ারির প্রথম সপ্তাহে এমপিও (বেতন-ভাতার সরকারি অংশ) কমিটির সভায় অনুমোদিত হয়। সভার সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালকের রুটিন দায়িত্বে থাকা প্রফেসর ড. একিউএম শফিউল আজম।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে বিভিন্ন অঞ্চলের শিক্ষক-কর্মচারীরা রয়েছেন। বরিশাল অঞ্চলের ১৩০, চট্টগ্রামের ১২৭, কুমিল্লার ১৪৮, ঢাকার ৭২৬, খুলনার ৩৭৭, ময়মনসিংহের ১৬৪, রাজশাহীর ৬৬৮, রংপুরের ১৭৫ এবং সিলেটের ৬৪ জন শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হয়েছেন।
এছাড়া, ৬২৭ জন কলেজ শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৪৫, চট্টগ্রামের ৪৩, কুমিল্লার ৫২, ঢাকার ১০১, খুলনার ৭৭, ময়মনসিংহের ৬৭, রাজশাহীর ৭৬, রংপুরের ১১০ এবং সিলেট অঞ্চলের ৫৬ জন রয়েছেন।
এছাড়া, ২ হাজার ৮৪২ জন শিক্ষক-কর্মচারীকে উচ্চতর গ্রেড দেয়া হয়েছে। এর মধ্যে স্কুলের ২ হাজার ৩৫৯ এবং কলেজের ৪৮৩ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। এই সংখ্যা দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে রয়েছে।
এছাড়া, বেসরকারি স্কুলে কর্মরত ১৩০ জন শিক্ষককে বিএড স্কেল দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসব শিক্ষক বিভিন্ন অঞ্চলের স্কুল থেকে নির্বাচিত হয়েছেন।
এ সিদ্ধান্তটি শিক্ষকদের জন্য একটি বড় ধরনের সুবিধা এনে দিয়েছে, যার মাধ্যমে তারা তাদের পেশাগত মর্যাদা ও সুবিধা পেতে যাচ্ছেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।