প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১১:১৯
রাজধানী ঢাকায় আজ রোববার সকাল ৬টা পর্যন্ত ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। সকাল থেকেই আকাশ ছিল মেঘলা, আর বৃষ্টি উপহার দিয়েছে শহরবাসীকে সাময়িক স্বস্তি। এর ধারাবাহিকতায় সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার মধ্যে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দিনের প্রথমার্ধে দক্ষিণ বা দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। এ সময়ে ঢাকার বাতাসে আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ এবং সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল শনিবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এই হালকা পরিবর্তন নগরবাসীর কাছে বড় প্রশান্তির বার্তা নিয়ে এসেছে।
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে আজ সন্ধ্যা ৬টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণের শঙ্কা রয়েছে।
রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগেও আজ অনেক জায়গায় দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। ফলে দেশের বেশিরভাগ এলাকাতেই বৃষ্টির ছোঁয়া থাকবে।
আবহাওয়ার এই রূপ বদলের ফলে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। ফলে গরমে অতিষ্ঠ জনজীবনে কিছুটা স্বস্তি ফিরতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, বর্ষাকালীন এই বৃষ্টিপাত স্বাভাবিক এবং তা কৃষির জন্য ইতিবাচক হলেও অতিবৃষ্টির ফলে কিছু এলাকায় জলাবদ্ধতার আশঙ্কাও দেখা দিতে পারে। নগরবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।
ঢাকাসহ সারা দেশে এই বৃষ্টির সম্ভাবনা নিয়ে মানুষজন কিছুটা আশান্বিত, বিশেষ করে যারা বিগত কয়েকদিন ধরে ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে পড়েছিল। তবে বজ্রসহ বৃষ্টির সময় সাবধানতা অবলম্বনের জন্য সাধারণ মানুষকে নির্দেশনা দিয়েছে আবহাওয়া অফিস।