প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১২:১৫
শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য একটি বিশেষ আবহাওয়া পূর্বাভাস জারি করেছে আবহাওয়া অধিদফতর। পূর্বাভাসে বলা হয়েছে, দেশের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি জেলায় ঝড়বৃষ্টি এবং দমকা হাওয়া বয়ে যেতে পারে।
আবহাওয়াবিদ ড. ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এইসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার হতে পারে বলে জানানো হয়েছে। এটি দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে আসতে পারে। ঝড়ের পাশাপাশি বজ্রবৃষ্টি এবং স্বাভাবিক বৃষ্টিপাতের আশঙ্কাও রয়েছে।
এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত শুরু হয়েছে, যা আগামী ২৪ ঘণ্টায় আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। বিশেষ করে খুলনা ও বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায় ভারি থেকে অতি ভারি বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে।
প্রকাশিত সতর্ক বার্তায় বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে এবং এর প্রভাবেই এই বৃষ্টিপাত ও ঝড়ের সম্ভাবনা তৈরি হয়েছে। মৌসুমী বায়ুর প্রবল অবস্থানের কারণে এ ধরনের আবহাওয়া পরিস্থিতি আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।
খুলনা ও বরিশাল অঞ্চলের নদীবন্দরগুলোকে এই অবস্থায় সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। নৌযান চলাচল, মাছ ধরার ট্রলার ও অন্যান্য ছোট নৌকা যেন সাবধানে চলে—সেই নির্দেশনাও দিয়েছে আবহাওয়া অধিদফতর।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসন, নৌপুলিশ এবং স্থানীয় কর্তৃপক্ষকে প্রস্তুত থাকার জন্য বলা হয়েছে। নাগরিকদের অহেতুক নদীপথে যাত্রা না করার পরামর্শও দেওয়া হয়েছে।